Advertisement
Advertisement

Breaking News

KKR vs SRH

ইয়র্কারে শান দিচ্ছেন স্টার্ক, অজি তারকাকে কি সামলাতে পারবে সানরাইজার্স হায়দরাবাদ?

শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত স্টার্ক। রইল ভিডিও।

KKR vs SRH: Mitchell Starc is getting ready for the match against Sunrisers Hyderabad

মিচেল স্টার্ক। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 22, 2024 5:13 pm
  • Updated:March 22, 2024 7:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শনিবার অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স (KKR vs SRH)। সেই ম্যাচের জন্য নিজেকে তৈরি করছেন মিচেল স্টার্ক (Mitchell Starc)।
নিলামে আকাশছোঁয়া দামে স্টার্ককে এবার দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই স্টার্ক শনিবারের ম্যাচের আগে বলছেন, ”নতুন-পুরনো বলে কাজ শুরু করেছি। সপ্তাহান্তের ম্যাচের জন্য নিজেকে তৈরি করছি। ক্রিকেটের সহজ পাঠের ক্লাস সম্পূর্ণ করেছি। ইনিংসের শুরুতে কিছু পরিকল্পনা রয়েছে, সেগুলোর উপরে কাজ করছি। নতুন বলের পাশাপাশি ডেথ বোলিং নিয়েও কাজ করছি। ইয়র্কার দিচ্ছি, ডেলিভারিতে বৈচিত্র্য আনার চেষ্টা করছি।” আইপিএলের মতো টুর্নামেন্টে বোলারদের কাজটা খুবই কঠিন। ডেলিভারিতে বৈচিত্র্য না আনলে ব্যাটাররা রানের বন্যা বওয়াবেন। প্রতিপক্ষের ব্যাটারদের স্টার্ক কতটা আটকে রাখতে পারেন সেটাই দেখার।  

[আরও পড়ুন : ঋতুরাজের হাতে নেতৃত্ব তুলে দিচ্ছেন ধোনি, কীভাবে জানল সিএসকে শিবির?]

স্টার্কের জোরালো পেস বোলিং বিপক্ষ ব্যাটাররা কীভাবে সামলান, সেটাও দেখার। স্টার্ক অবশ্য বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও ঘাম ঝরাচ্ছেন। ব্যাটে বলে ঠিকঠাক হলে বড় ছক্কা হাঁকাতে পারেন অজি তারকা। নিজের ব্যাটিং প্রসঙ্গে অজি তারকা বলছেন, ”কয়েকজনকে বল করতে পেরে ভালো লাগছে। এবার ব্যাট করছি। ব্যাট হাতে বাউন্ডারি লাইন অতিক্রম করতে পারছি কিনা সেটাই দেখে নিচ্ছি। পরিস্থিতি অনুযায়ী ম্যাচে ছক্কাও মারতে হতে পারে। সেই কারণে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি।”

Advertisement

এদিকে গতবারের নাইট অধিনায়ক নীতীশ রানাও তারকা বোলারের অন্তর্ভুক্তির কথা জানিয়েছেন। রানা বলেছেন, ”আমাদের ক্যাপ্টেন ফিরে এসেছে। জিজি-ভাইও ফিরে এসেছে। গতবার অধিনায়ক হিসেবে ডেথ বোলারের অভাব অনুভব করেছি। সেই শূন্যস্থান এবার ভরাট করবে স্টার্ক।” 
স্টার্ককে নিয়ে আশাবাদী নাইটরা। 

[আরও পড়ুন : ‘অশান্তি’ থামছেই না মুম্বই ইন্ডিয়ান্সে! এবার প্রস্তুতি ম্যাচে খেললেন না রোহিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ