Advertisement
Advertisement

Breaking News

কোহলি ফোর্বস

এবার মাঠের বাইরেও রেকর্ড, অক্ষয়-সলমনকে হারিয়ে সেলিব্রিটি তালিকার শীর্ষে কোহলি

প্রথম কোনও ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে এই নজির গড়লেন ভারত অধিনায়ক।

Kohli became the first sportsperson to top Forbes India Celebrity 100 list
Published by: Sulaya Singha
  • Posted:December 21, 2019 7:25 pm
  • Updated:December 21, 2019 7:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে বাইশ গজে তিনি নামলেই তৈরি হয় নতুন নতুন রেকর্ড। নজির গড়ার নিরিখে বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের পিছনে ফেলে দিয়েছেন তিনি। তিনি বিরাট কোহলি। তবে এবার মাঠে নয়, মাঠের বাইরেও নয়া রেকর্ডের মালিক হলেন কোহলি। টপকে গেলেন সলমন খান-অক্ষয় কুমারের মতো বলিউড সুপারস্টারদেরও।

অবাক করার মতোই ব্যাপার। কিন্তু ফোর্বসের তালিকা সে কথাই বলছে। বলি-তারকাদের পিছনে ফেলে ফোর্বসের একশো সেলিব্রিটির তালিকায় শীর্ষে কোহলি। ২০১৮ সালের ১ অক্টোবর থেকে চলতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে সর্বোচ্চ আয়ের নিরিখে তৈরি হয়েছে তালিকাটি। যেখানে কোহলির উপার্জন ২৫২.৭২ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউডের খিলাড়ি কুমার। তাঁর আয় ২৯৩.২৫ কোটি টাকা। সুপারস্টার দাবাং খান ২০১৬ সাল থেকে এই তালিকার শীর্ষে ছিলেন। কিন্তু এবার সলমনকে পদচ্যুত করে তিন নম্বরে পাঠিয়ে দিয়েছেন কোহলি ও অক্ষয়। তবে মনে প্রশ্ন জাগতেই পারে, আয়ের অঙ্কে অক্ষয়ের পিছনে থাকলেও তালিকায় কোহলি কীভাবে উপরে উঠে গেলেন। এর ব্যাখ্যাও দিয়েছে ফোর্বস।

Advertisement

[আরও পড়ুন: এবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন হিন্দি ছবির এই অভিনেতা]

ফোর্বসের তরফে বলা হয়েছে, উপার্জন এবং সোশ্যাল ও প্রিন্ট মিডিয়ায় কোনও সেলেব্রিটির জনপ্রিয়তাকে জুড়ে তৈরি হয় এই একশোজনের তালিকা। এক্ষেত্রে অনেক সময় দেখা যায়, আয়ের দিক থেকে কোনও তারকা অনেকটা এগিয়ে থাকলেও খ্যাতির দিক থেকে পিছিয়ে পড়েছেন। আর তাই সবদিক বিচার করেই এবার শীর্ষস্থানে রাখা হয়েছে কোহলিকে। প্রথম কোনও ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ফোর্বসের সেলিব্রিটি তালিকার এক নম্বর স্থানটি দখল করেছেন ভারত অধিনায়ক। ফোর্বস জানিয়েছে, ম্যাচ ফি, বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি, বিভিন্ন ব্র্যান্ড এবং ইনস্টাগ্রাম পোস্ট করে বিরাট অঙ্কের আয় কোহলির। সেই কারণেই তিনি টক্কর দিতে পেরেছেন বি-টাউনের সুপারস্টারদের।

Advertisement

কোহলি ছাড়াও তালিকায় প্রথম দশে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবং মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর। তাঁরা রয়েছেন যথাক্রমে পঞ্চম ও নবম স্থানে। এদিকে, ২৩ নম্বর থেকে লাফিয়ে ১১ নম্বরে চলে এসেছেন ভারতীয় দলের হিটম্যান রোহিত শর্মা। তাঁদের পাশাপাশি একশোজনের তালিকায় জায়গা করে নিয়েছেন টিম ইন্ডিয়ার ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, কে এল রাহুল, শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব। মহিলা ক্রিকেট দলের থেকে রয়েছেন ওয়ানডে অধিনায়ক মিতালি রাজ, স্মৃতি ইরানি এবং টি-টোয়েন্টির অধিনায়ক হরমনপ্রীত কৌর। ক্রিকেটের পাশাপাশি তালিকায় রয়েছেন শাটলার পি ভি সিন্ধু ও সাইনা নেহওয়াল, কুস্তিগির বজরঙ্গ পুনিয়া, বক্সার মেরি কম, টেনিসতারকা রোহন বোপান্না এবং ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও।

[আরও পড়ুন: কটকে ২২ বছর পুরনো রেকর্ড ভাঙার সামনে রোহিত, দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ