BREAKING NEWS

২৭ আষাঢ়  ১৪২৭  রবিবার ১২ জুলাই ২০২০ 

Advertisement

আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে বিরাট, বোলারদের তালিকায় প্রথম দশে ঢুকলেন শামি

Published by: Subhajit Mandal |    Posted: December 4, 2019 3:07 pm|    Updated: December 4, 2019 3:15 pm

An Images

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে দিনরাতের টেস্টে সেঞ্চুরি করার সুফল পেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে ফের প্রথম স্থানে চলে এলেন বিরাট। স্টিভ স্মিথকে টপকে শীর্ষস্থান দখল করেছেন তিনি। অন্যদিকে, পরপর ভাল পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মহম্মদ শামিও। টেস্ট বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে ঢুকে পড়েছেন তিনি।


স্টিভ স্মিথ নির্বাসনে যাওয়ার পর থেকেই আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ছিলেন বিরাট। নির্বাসন থেকে ফিরে নিজের সিংহাসন পুনর্দখল করেন স্মিথ। তারপর থেকেই আইসিসির ক্রমতালিকায় শীর্ষস্থান দখলের জন্য লড়াই চলছে দুই মহারথীর। কিছুদিন আগে বিরাটকে টপকে গিয়েছিলেন স্মিথ। এবার ফের স্মিথকে টপকালেন বিরাট। আপাতত টিম ইন্ডিয়ার অধিনায়কের খাতায় আছে ৯২৮ রেটিং পয়েন্ট। অন্যদিকে, স্মিথের খাতায় ৯২৩ রেটিং পয়েন্ট।
বিরাটের পাশাপাশি টেস্ট ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে আছেন আরও দু’জন ভারতীয়। ৭৯১ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেতেশ্বর পুজারা এবং ৭৫৯ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অজিঙ্ক রাহানে। আরও দুই ব্যাটসম্যান আছেন প্রথম ২০ জনের মধ্যে। ময়ঙ্ক আগরওয়াল আছেন দ্বাদশ স্থানে। এবং রোহিত শর্মা এই মুহূর্তে রয়েছেন ১৬ তম স্থানে। এদের দু’জনেরই আইসিসি ব়্যাঙ্কিংয়ে খানিকটা অবনতি হয়েছে।

[আরও পড়ুন: আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিলেন স্টার্ক-রুট, নিলামে নাম ৯৭১ জন ক্রিকেটারের]

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ সিরিজে ভাল বোলিং করার পুরস্কার পেলেন মহম্মদ শামিও। তিনিও ঢুকে গিয়েছেন আইসিসি ক্রমতালিকার প্রথম দশে। ৭৭১ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে আছেন তিনি। তাঁর থেকে এক পয়েন্ট বেশি পেয়ে নবম স্থানে ভারতেরই অশ্বিন। ৭৯৪ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে জশপ্রিত বুমরাহ। দীর্ঘদিন চোটের জন্য বাইরে থাকায় ক্রমতালিকায় পিছু হঁটতে হচ্ছে বুমরাহকে। অন্যদিকে, অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে রবীন্দ্র জাদেজা। অশ্বিন রয়েছেন পঞ্চম স্থানে।

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement