Advertisement
Advertisement
Mahendra Singh Dhoni

ধোনির চাকরির নিয়োগপত্র ভাইরাল, নেটিজেনদের মধ্যে উন্মাদনা তুঙ্গে

দেখুন মন ভালো করে দেওয়া ভাইরাল ছবি।

Mahendra Singh Dhoni's first appointment letter for Indian Railways, old picture goes viral। Sangbad Pratidin

ধোনির প্রতি ভক্তদের আবেগ একইরকম আছে। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 29, 2024 4:56 pm
  • Updated:February 29, 2024 7:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরকারি ভাবে অবসর নিয়েছিলেন। তবে ভারতীয় এবং বিশ্ব ক্রিকেটে একইরকম ভাবে প্রাসঙ্গিক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। টিম ইন্ডিয়াকে (Team India) তিনটি আইসিসি ট্রফি এনে দেওয়া প্রাক্তন অধিনায়কের উত্থান কিন্তু সহজ ছিল না। একটা সময় খড়গপুরে টিকিট পরীক্ষকের চাকরি করতেন ‘ক্যাপ্টেন কুল’। ভারতীয় রেলে (Indian Railways) চাকরির সেই নিয়োগপত্র এই মুহূর্তে সোশাল মিডিয়াতে ভাইরাল।

রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে চতুর্থ টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। ধোনির হোমগ্রাউন্ডে টেস্ট বলে কথা। তাঁকে নিয়ে আলোচনা চলছিল। সেই টেস্ট চলার তৃতীয় দিন এই নিয়োগপত্র টেলিভিশনের পর্দায় দেখানো হয়েছিল। মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: আইপিএলের আগে অন্য মেজাজে শুভমান! কীভাবে মহানুভবতার পরিচয় দিলেন গুজরাটের অধিনায়ক?]

 

Advertisement

এই নিয়োগপত্রর ছবি X হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায়। খড়গপুর স্টেশনে একটা সময় টিকিট কালেক্টরের পদে চাকরি করতেন। কিন্তু, ক্রিকেটের স্বপ্ন পূরণ করার জন্য তাঁকে সেই চাকরি ছেড়ে দিতে হয়েছিল। এবং এর পর বাকিটা ইতিহাস। টেনিস বলে খেপ খেলে কীভাবে তিনি দুনিয়ার অন্যতম সেরা অধিনায়ক হয়েছেন সেটা আর নতুন ভাবে বলার অপেক্ষা রাখে না।

[আরও পড়ুন: আশঙ্কাই সত্যি হল, চোটের জন্য ছিটকে গেলেন কেএল রাহুল, ধরমশালা টেস্ট খেলবেন বুমরাহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ