Advertisement
Advertisement
Manoj Tiwary

Manoj Tiwary: বিদায়ী রনজিতে মনোজের হাতেই বাংলার ব্যাটন? আলোচনা তুঙ্গে

মনোজ কি দায়িত্ব নেবেন?

Manoj Tiwary lead the Bengal in his last Ranji season। Sangbad Pratidin

ফের মনোজের হাতেই দায়িত্ব! ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 17, 2023 1:15 pm
  • Updated:December 17, 2023 1:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর নয়, এবারই শেষ। চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়েই ফেলেছেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। ক্রিকেট কেরিয়ারকে আর দীর্ঘায়িত করতে চান না বাংলার (Bengal) বহুযুদ্ধের নায়ক। অতএব, এবারের রনজি মরশুম (Ranji Trophy 2023-24) শেষেই ক্রিকেটকে বিদায় জানাবেন, একপ্রকার মনোস্থির করে ফেলেছেন তিনি। আর সেই বিদায়ী মরশুমে রনজি অভিযানে মনোজকেই অধিনায়ক হিসাবে চাইছে বাংলা শিবির।

সুদীর্ঘ ক্রিকেট কেরিয়ারে বাংলার জার্সিতে অনেক উত্থানপতনের সাক্ষী মনোজ। ক্রিকেটার এবং দলনেতা হিসাবে তিনি বাংলাকে অনেক কিছু দিয়েছেন। তবে বরাবরের মতো একটা সাধ অপূর্ণ থেকে গিয়েছে মনোজের। তা হল বাংলার হয়ে রনজি জয়। গতবার তাঁর নেতৃত্বে রনজি ফাইনাল খেলেছিল বাংলা। ইডেনে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অবশ্য কাজে লাগাতে পারেনি লক্ষ্মীরতন শুক্লার (Laxmi Ratan Shukla) ছেলেরা। সৌরাষ্ট্রের (Saurastra) কাছে হারে স্বপ্নভঙ্গ হয়েছিল মনোজদের।

Advertisement

[আরও পড়ুন: মর্মান্তিক ঘটনা! রমন লাম্বা-ফিল হিউজের পর বাইশ গজের যুদ্ধে প্রয়াত ভারতীয় ক্রিকেটার]

এবার শেষবারের মতো সেই অধরা মাধুরি অর্জনে ঝাঁপাতে চাইছেন মনোজ। আর এবারও বাংলা শিবির মনোজকে সামনে রেখেই রনজি জয়ের স্বপ্ন দেখতে চাইছে। চলতি মরশুমে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফি (Syed Mustaq Trophy) ও বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন সুদীপকুমার ঘরামি (Sudip Gharami)। কিন্তু সাফল্য মেলেনি।

Advertisement

রনজিতে তাই সুদীপ নন, অভিজ্ঞ মনোজই নেতৃত্বে প্রথম পছন্দ বাংলার টিম ম্যানেজমেন্টের। তবে মনোজ নিজে অধিনায়কত্বের ব্যাপারে আগ্রহী কি না, তা এখনও স্পষ্ট নয়। এব্যাপারে তাঁর সঙ্গে কথা বলবেন সিএবি কর্তারা। সবকিছু ঠিক থাকলে হয়তো ক্রিকেট কেরিয়ারের শেষ অভিযানে অধিনায়ক হিসাবে মাঠে নামবেন মনোজ, বাংলাকে রনজি চ্যাম্পিয়ন করার স্বপ্ন নিয়ে।

[আরও পড়ুন: হার্দিক নন, টি-২০ বিশ্বকাপে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রোহিতই! দাবি সূত্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ