Advertisement
Advertisement
Test cricket MCC

বদলাচ্ছে টেস্ট ক্রিকেটে শর্ট বল এবং ডিআরএসের নিয়ম! বিতর্ক এড়াতে উদ্যোগ MCC’র

লালারসে নিষেধাজ্ঞা নিয়েও হতে পারে সিদ্ধান্ত।

MCC to review short-pitched bowling laws in Test cricket | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 23, 2021 7:19 pm
  • Updated:February 23, 2021 7:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিআরএস (DRS) অর্থাৎ ডিসিশন রিভিউ সিস্টেম নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন তুলছেন প্রাক্তনীরা। সম্প্রতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে সেই প্রশ্ন আরও জোরাল হয়েছে। ডিআরএসে আম্পায়ার্স কলের যৌক্তিকতা বা অনফিল্ড আম্পায়ারের এক্তিয়ার নিয়ে বিতর্কের মধ্যেই এবার নিয়ম বদলের ইঙ্গিত দিল মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব। শুধু ডিআরএস নয়, বদলাতে পারে টেস্ট ক্রিকেটে শর্ট বলের নিয়মও।

সোমবার এমসিসির (MCC) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মাইক গ্যাটিংয়ের নেতৃত্বে এমসিসির ক্রিকেট কমিটি ডিআরএস, শর্ট বল এবং সালাইভা ব্যানের নিয়ম বদল নিয়ে আলোচনা শুরু করেছে। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে এ নিয়ে আলোচনা করব। বিশেষজ্ঞদের মতামত নিয়ে ক্রিকেটের এই নিয়মগুলি বদলের প্রয়োজন কিনা, তা নির্ধারণ করবে আইসিসি (ICC) ক্রিকেট কমিটি। ওই বিবৃতিতে বলা হয়েছে,”ক্রিকেটে ব্যাট এবং বলের সামঞ্জস্য খুবই প্রয়োজন। তা বজায় রাখতে যা যা বদলের প্রয়োজন, সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে।” এমসিসির বিবৃতিতে বলা হয়েছে, আগামী মার্চে গোটা বিশ্বের বিশেষজ্ঞদের মত নেওয়া হবে শর্ট বলের নিয়মে কী কী পরিবর্তন প্রয়োজন তা নিয়ে। ২০২২ সালের শুরুতেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে এমসিসি।

Advertisement

[আরও পড়ুন: তারুণ্য-অভিজ্ঞতার মেলবন্ধনে ভোটযুদ্ধে সিপিএম, তরুণ সৈনিকের সঙ্গী সেলিম, সুশান্তরাও]

কিছুদিন আগে শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar) প্রশ্ন তুলেছিলেন ডিআরএসে আম্পায়ার্স কল নিয়ে। প্রশ্ন তুলেছেন অন্য ক্রিকেট বিশেষজ্ঞরাও। শোনা যাচ্ছে, এমসিসি এই গোলমেলে নিয়মের পরিবর্তে অন্য কোনও পদ্ধতি চালু করার কথা ভাবছে। তবে, সেটাও হবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুরু করেছে এমসিসি। সেটা হল, লালারসে নিষেধাজ্ঞা। করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে বলে লালারস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি। যা পেসারদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এমসিসি মনে করছে এখনই লালরসের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নাও হতে পারে। বরং, এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতে পারে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ