Advertisement
Advertisement
Gautam Gambhir

নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের বিরুদ্ধে ‘মিলিটারি’ শাসনের অভিযোগ! কী বললেন মেন্টর গম্ভীর?

রাসেলদের কোচের বিরুদ্ধে তোপ দেগেছিলেন প্রাক্তন নাইটরা।

Mentor Gautam Gambhir supports KKR's 'military coach' Chandrakant Pandit

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:April 13, 2024 9:36 pm
  • Updated:April 13, 2024 9:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে ‘হেডস্যর’ বলেই পরিচিত চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)। মুম্বই, বিদর্ভ, মধ্যপ্রদেশের মতো দল সাফল্য পেয়েছে তাঁর হাত ধরেই। অথচ তাঁকেই কিনা ‘মিলিটারি কোচ’ বলে তোপ দেগেছিলেন প্রাক্তন কেকেআর (KKR) তারকা ডেভিড উইজা। পণ্ডিতের বিরুদ্ধে অভিযোগ ছিল অন্য প্রাক্তন নাইটদেরও। কিন্তু বিতর্কের মধ্যেও তিনি পাশে পেলেন দলের মেন্টর গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)।

২০২৩ সালের আইপিএলে কেকেআর দলে ছিলেন ডেভিড উইজা। কিন্তু সেভাবে ছাপ ফেলতে পারেননি নামিবিয়ার অলরাউন্ডার। সম্প্রতি তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন চন্দ্রকান্ত পণ্ডিতের বিরুদ্ধে। উইজার দাবি ছিল, ড্রেসিংরুমের পরিবেশ মোটেই পছন্দ ছিল না ক্রিকেটারদের। নতুন কোচ দলে এসেই প্রচুর নির্দেশ দিতেন। চন্দ্রকান্তকে ‘মিলিটারি কোচ’ও বলেন উইজা। কিছুদিন পর নাম না করে ‘হেডস্যরের’ বিরুদ্ধে তোপ দেগেছিলেন পাঞ্জাবের ব্যাটার অভিষেক শর্মাও। ট্রায়াল ম্যাচে ভালো খেলার পরেও তাঁকে মাঠে ঢুকতে দেওয়া হত না। পণ্ডিতের বিরুদ্ধে অভিযোগ ছিল গৌরব যাদবেরও।

Advertisement

[আরও পড়ুন: ঋষভ-সঞ্জু নাকি ঈশান, বিশ্বকাপে ভারতের উইকেট কিপার কে? বেছে নিলেন প্রাক্তন অজি তারকা]

কিন্তু নাইটদের বর্তমান মেন্টর এই সব অভিযোগ পাত্তাই দিচ্ছেন না। বরং তিনি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছেন চন্দ্রকান্তকে। গম্ভীর বলেন, “ওঁকে নিয়ে আমি কোনও সমালোচনা শুনিনি। আমরা সবে এক সঙ্গে কাজ করা শুরু করেছি। আমার সঙ্গে ওঁর সম্পর্ক খুবই ভালো। দুজনের কোনও সমস্যা নেই। আশা করি, সেটাই শেষ পর্যন্ত থাকবে। কে কী বলেছে, তা নিয়ে আমার কোনও ধারণা নেই। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে উনি যথেষ্ট সফল। আর সেই জন্যই তাঁকে কেকেআর বেছে নিয়েছে।” নাইট তারকা আন্দ্রে রাসেলও চন্দ্রকান্তের কাজকে ‘অসাধারণ’ বলেছেন।

Advertisement

[আরও পড়ুন: মুম্বই ম্যাচের আগে মোহনবাগান অনুশীলনে ফিরলেন হাবাস, স্বস্তির হাওয়া সবুজ-মেরুনে]

গত বছর আইপিএলে সপ্তম স্থানে শেষ করে নাইট বাহিনী। এবার গম্ভীর ফিরতেই দলের অবস্থা পুরো বদলে গেছে। চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে গম্ভীরের দল। ভক্তরাও আশা করবে, চন্দ্রকান্ত আর গম্ভীরের মধ্যে যেন কোনও সমস্যা না হয়। আইপিএল জিততে তাঁদের যুগলবন্দির উপরেই ভরসা রাখবে নাইটরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ