Advertisement
Advertisement
Mohammed Shami

নিয়ম ভেঙে শামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা অন্য ফ্র্যাঞ্চাইজির! বিস্ফোরক গুজরাট টাইটান্স কর্তা

কোন ফ্র্যাঞ্চাইজি এই কাণ্ড ঘটাল?

Mohammed Shami was approached by unfair means for a trade, says Gujarat Titans COO | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 7, 2023 9:42 am
  • Updated:December 7, 2023 10:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) নন, আইপিএলের ট্রেড ইউনডোতে মহম্মদ শামিকেও ছিনিয়ে নিতে চেয়েছিল অন্য এক ফ্র্যাঞ্চাইজি। এমনকী নিয়ম না মেনে সরাসরি শামির (Mohammad Shami) সঙ্গে সরাসরি যোগাযোগও করেছিলেন অন্য এক ফ্র্যাঞ্চাইজি কর্তা। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন গুজরাট টাইটান্সের সিওও অরবিন্দর সিং।

এমনিতে ট্রেড ইউনডোতে অধিনায়ক হার্দিককে হারিয়েছে গুজরাট (Gujarat Titans)। গুজরাটের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে মুম্বইয়ে যোগ দিয়েছেন হার্দিক। তবে সেই দলবদল নিয়ে কোনও অভিযোগ করেননি গুজরাট টাইটান্স কর্তা। তাঁর আপত্তি শামিকে নিয়ে টানাটানি হওয়ায়। এক সাক্ষাৎকারে অরবিন্দরের অভিযোগ, আইপিএলের (IPL 2023) একটি ফ্র্যাঞ্চাইজ়ি নিয়ম না মেনে শামির দিকে হাত বাড়িয়েছে। বিষয়টি তাঁরা বোর্ড কর্তাদের জানিয়েছেন। যদিও কোন ফ্র্যাঞ্চাইজি এই কাণ্ড ঘটিয়েছে, সেটা নিয়ে মুখ খোলেননি গুজরাট কর্তা। 

Advertisement

[আরও পড়ুন: সময়মতো জানানো হয়নি, খাড়গের ডাকা নৈশভোজে যোগ দিল না তৃণমূল]

বোর্ডের নিয়ম অনুযায়ী আইপিএলের ট্রেড ইউনডোতে কোনও ক্রিকেটার নিতে হলে যোগাযোগ করতে হয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। কোনওভাবেই ওই ক্রিকেটারের সঙ্গে সরাসরি কোনও ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করতে পারে না। শামির ক্ষেত্রে তেমনটাই হয়েছে বলে অভিযোগ গুজরাট কর্তার। তিনি বলছেন, “একটি ফ্র্যাঞ্চাইজ়ি সরাসরি শামির সঙ্গে যোগাযোগ করেছে। এটা মেনে নেওয়া যায় না। খেলোয়াড় কেনা বা বিক্রি করা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেটা সবার মেনে চলা উচিত।”

[আরও পড়ুন: কাশ্মীরে নেহরু কী করেছিলেন? সংসদে দিনভর আলোচনার দাবি অধীরের]

উল্লেখ্য, ২০২১ সালের নিলামে ৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে শামিকে কিনেছিল গুজরাট। দুই মরশুমে গুজরাটের হয়ে আইপিএলে ৪৮টি উইকেট নিয়েছেন বাংলার পেসার। গত বছর ২৮টি উইকেট নিয়ে প্রতিযোগিতায় বেগনি টুপিও জিতেছিলেন। এ বারের বিশ্বকাপেও তিনি সর্বোচ্চ উইকেট শিকারি। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে শামির চাহিদা তুঙ্গে। কিন্তু গুজরাট কর্তা বলছে, যে কোনও ক্রিকেটারকে দলে রাখার অধিকার আছে ফ্র্যাঞ্চাইজির। শামি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement