দেশ তথা দেশের সেনাবাহিনীর প্রতি ধোনির ভালবাসার কথা সবারই জানা। ভারতীয় সেনার (Indian Army) টেরিটোরিয়াল আর্মিলে ফটেন্যান্ট কর্নেলের সাম্মানিক পদ দেওয়া হয় ধোনিকে। সীমান্তে গিয়ে নিয়েছেন প্রশিক্ষণও। হাজার ব্যস্ততার মধ্যেও জওয়ানদের জন্য সময় কাটান। সেনার উর্দিতেই রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, খেলার মাঠেও স্পষ্ট মাহির দেশভক্তি। তাঁর গ্লাভসে সেনা জওয়ানদের বলিদানের চিহ্ন নিয়ে কম বিতর্ক হয়নি। চেন্নাই দলের জার্সিতেও একবার দেখা গিয়েছিল জওয়ানদের পোশাকের ছোঁয়া। সেই ধোনি যে স্বাধীনতা দিবসে নিজের প্রোফাইলের ডিপি পালটে ফেলতে পারেন, তা অপ্রত্যাশিত কিছু নয়।
MS Dhoni changes his Instagram DP for Independence Day. pic.twitter.com/Ucznok9OFg
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 12, 2022
[আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীরে তুমুল বিক্ষোভ, বালোচ বিদ্রোহের মাঝেই আরও চাপে পাকিস্তান]
সোশ্যাল মাধ্যমে খুব একটা অ্যাকটিভ নন প্রাক্তন ভারত অধিনায়ক। গত ২০ মাসে ইনস্টাগ্রামে কোনও পোস্টই করেননি তিনি। তবে স্বাধীনতার অমৃত মহোৎসবে যোগ দিয়ে তিনিও বদলে ফেললেন ডিপি। তাঁর ডিপিতে কালো ব্যাকগ্রাউন্ডের উপর ফুটে উঠেছে তেরঙ্গা। নিচে ইংরাজি, হিন্দি ও সংস্কৃত ভাষায় লেখা, “সৌভাগ্যবান যে আমি ভারতীয়।” ডিপি বদলাতেই অনুরাগীদের আবেগ আর ভালবাসায় ভাসছেন মাহি।
আগামী বছর যে তিনি আইপিএল (IPL) খেলবেন এ খবর আগেই নিশ্চিত করে দিয়েছিলেন ক্য়াপ্টেন কুল। কিন্তু আইপিএলের ধাঁচে প্রথমবার দক্ষিণ আফ্রিকায় বসতে চলা টি-২০ লিগে কি অংশ নেবেন তিনি? সম্প্রতি ওই লিগে চেন্নাই (CSK) ফ্র্যাঞ্চাইজি নতুন দল কিনতেই সে জল্পনা উসকে গিয়েছে। কিন্তু বিসিসিআই এ নিয়ে কোনও ইতিবাচক ইঙ্গিত দিল না। আসলে যে সমস্ত ক্রিকেটার সরাসরি ভারতীয় বোর্ডের চুক্তির আওতায় রয়েছেন কিংবা আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট এখনও খেলছেন, তাঁদের উপর বিদেশি লিগে খেলায় নিষেধাজ্ঞা রয়েছে। ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএলে খেলেন। তাই বিসিসিআই সূত্রে খবর, চেন্নাইয়ের জার্সিতে খেললে দক্ষিণ আফ্রিকায় তিনি খেলার অনুমতি পাবেন না।