Advertisement
Advertisement

Breaking News

ধোনির ছক্কা

পরপর পাঁচ ছক্কা! আইপিএলের প্রস্তুতিতে তাক লাগালেন ধোনি, ভাইরাল ভিডিও

ব্যাট হাতে তুলেই নিজের জাত চেনালেন ক্যাপ্টেন কুল।

MS Dhoni hits five sixes in a row in warms up for IPL 2020 season
Published by: Sulaya Singha
  • Posted:March 6, 2020 2:37 pm
  • Updated:March 6, 2020 2:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: না, তিনি এখনও ফুরিয়ে যাননি। তাঁর কবজিতে এখনও জং ধরে যায়নি। বয়সের ছাপ ছুঁতে পারেনি তাঁর চওড়া শক্তিশালী বাহুকে। তাই তো বাইশ গজে নেমে ফের নিজের জাত চেনালেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের প্রস্তুতিতে পরপর পাঁচটা ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

করোনা ভাইরাসের প্রভাব না পড়লে নির্ধারিত দিন অর্থাৎ ২৯ মার্চই শুরু হবে আইপিএল। তাই অনেক ফ্র্যাঞ্চাইজিই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। গত ২ মার্চ চেন্নাই দলে যোগ দিয়েছেন ধোনি। তারপরই নেটে ঘাম ঝড়াচ্ছেন তিনি। আর সেখানেই এবার বুঝিয়ে দিলেন, দীর্ঘদিন আন্তর্জাতিক বাইশ গজ থেকে দূরে থাকলেও তিনি আগের মতোই ফিট। এবারও আইপিএলে যে প্রতিপক্ষ বোলারদের ত্রাস হয়ে উঠবেন সে ইঙ্গিতও দিয়ে দিলেন ওয়ার্ম-আপেই। অনুশীলনে পরপর পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকান ক্যাপ্টেন কুল। যে দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে খোদ আইপিএল সম্প্রচারকারী চ্যানেল।

Advertisement

[আরও পড়ুন: ‘দেশ আগে’, রনজি ফাইনালে জাদেজাকে খেলার অনুমতি দিলেন না সৌরভ]

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালের পর আর দেশের জার্সি গায়ে দেখা যায়নি ধোনিকে। কখনও তিনি দেশসেবার কাজে নিজেকে নিমজ্জিত করেছেন তো কখনও পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। মাঝে আবার নিজেই জানিয়েছিলেন, অরগ্যানিক পদ্ধতিতে তরমুজ-পেঁপে চাষও শুরু করেছেন তিনি। এককথায় ক্রিকেট থেকে নিজেকে অনেকটাই দূরে রেখেছিলেন মাহি। ভারতীয় ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়েও ওঠে প্রশ্ন। যদিও এখনও পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি। তবে ক্রিকেট থেকে বিরতি নিলেও নিজেকে ফিট থাকার জন্য নিয়মিত শরীরচর্চা চালিয়ে গিয়েছেন। তারই প্রতিফলন ঘটল আইপিএলের প্রস্তুতিতে।

Advertisement

এখনও পর্যন্ত চেন্নাইকে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন অধিনায়ক ধোনি। মাঝে দু’বছরের জন্য নির্বাসিত থাকার পর টুর্নামেন্টে  কামব্যাক করেই তৃতীয়বার ট্রফি জেতে চেন্নাই। গতবারও দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন ধোনি। এবারও তাই ধোনি ধামাকা দেখতে মুখিয়ে রয়েছেন চেন্নাই দলের ভক্তরা।

[আরও পড়ুন: সেমিতে দুর্দান্ত জয়, মহিলা বিশ্বকাপ ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ