সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাপ্টেন কুল বলেই তাঁকে চেনে সকলে। কিন্তু ঋষভ পন্থের বোনের বিয়েতে একেবারে অন্য মেজাজে মহেন্দ্র সিং ধোনি। কখনও সতীর্থদের সঙ্গে নাচছেন। কখনও আবার স্ত্রী সাক্ষীর সঙ্গে সুর মিলিয়ে গাইছেন। তবে সবচেয়ে নজর কেড়েছে গৌতম গম্ভীরের সঙ্গে একফ্রেমে ধোনির ছবি। নেটদুনিয়ায় চর্চা চলছে দুই ‘শত্রু’র এমন মিষ্টি ছবি নিয়ে।
রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। সেই দলে ছিলেন ঋষভ পন্থ। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের মধ্যেই দুবাই থেকে সোজা মুসৌরিতে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার। বোনের বিয়েতে অবশ্য ভালোই আনন্দ উপভোগ করছেন। জমিয়ে নাচতে দেখা গিয়েছে তাঁকে। পন্থের বোনের বিয়ের অতিথি তালিকায় আছেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মার মতো মেগা তারকারা। ভারতীয় দলের কোচকেও আমন্ত্রণ জানাতে ভোলেননি পন্থ।
Rishabh Pant , MS Dhoni & Suresh Raina dancing together pic.twitter.com/b03FSVUvGv
— Riseup Pant (@riseup_pant17) March 11, 2025
মঙ্গল ও বুধবার দুদিন ধরে বিয়ের অনুষ্ঠান হবে। ঋষভের বোন সাক্ষী পন্থ। ব্যবসায়ী অঙ্কিত চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। প্রায় ৯ বছর সম্পর্কে থাকার পর গত বছরই সাক্ষী ও অঙ্কিত তাঁদের বাগদান পর্ব অনুষ্ঠিত হয় লন্ডনে। সেই ব্যাপারটা গোপনেই হয়েছিল। তাতেও যোগ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিয়েটাও গোপনেই করার ইচ্ছা ছিল পন্থ পরিবারের। সেটা আর গোপন থাকেনি। একাধিক ভিডিও প্রকাশ্যে এসে গিয়েছে। সেখান থেকেই ধোনির নতুন অবতারের দেখা পেয়েছেন মাহির ভক্তকুল।
This was my all time favourite song .. I was listening this morning also !!
Tu Jaane naa !!pic.twitter.com/Wb3wulVjVL
— (@Vidyadhar_R) March 12, 2025
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রায়না-পন্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ‘দমা দম মস্ত কালান্দার’ গানে নাচছেন। ফাঁস হওয়া আরেক ভিডিওয় ধরা পড়েছেন ‘গায়ক’ ধোনি। স্ত্রীর সঙ্গে ‘তু জানে না’ গানে গলা মিলিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে নেটদুনিয়ায় জোর চর্চা চলছে ধোনি-গম্ভীরের টুইনিং ঘিরে। কালো রঙের টি-শার্ট পরে ছবি তুলেছেন তাঁরা। সেখানে রয়েছে পন্থের গোটা পরিবারও। বিশ্বকাপ জয়ের দুই নায়ককে এভাবে একফ্রেমে দেখে খুশি ক্রিকেটপ্রেমীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.