Advertisement
Advertisement

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক মুকেশ কুমারের, পাওয়ারপ্লেতেই পেলেন উইকেট

নিজের চতুর্থ ওভারেই উইকেট পান বাংলা দলের পেসার।

Mukesh Kumar makes ODI debut against West Indies, takes wicket in first spell | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 27, 2023 6:47 pm
  • Updated:July 27, 2023 7:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে অভিষেক হল মুকেশ কুমারের (Mukesh Kumar)। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে খেলবেন তিনি।  দিন কয়েক আগেই টেস্ট ক্যাপ হাতে পেয়েছিলেন। প্রথম টেস্টেই নিষ্প্রাণ পিচে জোড়া উইকেট নিয়ে বিশেষজ্ঞদের প্রশংসাও কুড়িয়েছিলেন। এবার সীমিত ওভারের ম্যাচেও ভারতের জার্সি গায়ে নামতে চলেছেন বাংলা দলের পেসার। প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিং নেয় ভারত। পাওয়ারপ্লেতেই প্রথম ওয়ানডে উইকেটও তুলে নেন মুকেশ। 

[আরও পড়ুন: রতন টাটাকে ‘ভারত গৌরব’ সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল]

গোড়ালিতে চোট পেয়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তারকা পেসার মহম্মদ সিরাজ। তাঁর পরিবর্তেই এদিন দলে নেওয়া হয় মুকেশকে। টেস্টের মতোই ওয়ানডে খেলতে নেমেও প্রথম দিকেই বিপক্ষ শিবিরে আঘাত হানেন বাংলার পেসার। নিজের স্পেলের ৩.৫ ওভারেই তুলে নেন অ্যালিক অ্যাথানজির উইকেট। ভারতের পেসারদের দাপটে কার্যত দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। 

Advertisement

গত ২০ জুলাই টেস্ট দলে অভিষেক হয় বাংলা দলের পেসারের। পোর্ট অফ স্পেনের ব্যাটিং সহায়ক পিচেও নিজের জাত চেনান মুকেশ। ছন্দে থাকা ক্রিক ম্যাকেঞ্জিকে ফিরিয়ে জীবনের প্রথম টেস্ট উইকেট তুলে নিয়েছিলেন। মাত্র ১৮ ওভার বল করে ২টি উইকেট পান। তাঁর বোলিং পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন জাহির খানের মতো প্রাক্তন ক্রিকেটাররা। টেস্ট শেষ হওয়ার দু’দিনের মধ্যেই ওয়ানডে খেলতে নেমেই আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে মানিয়ে নিয়েছেন অভিষেককারী মুকেশ। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ আপাতত তিন উইকেট হারিয়েছে। মুকেশ ছাড়াও উইকেট পেয়েছেন হার্দিক পাণ্ডিয়া ও শার্দূল ঠাকুর।  

Advertisement

[আরও পড়ুন: হিজাব না পরায় জুটেছিল গ্রেপ্তারি পরোয়ানা, ইরানের বিখ্যাত দাবাড়ুকে নাগরিকত্ব দিল স্পেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ