Advertisement
Advertisement
IPL

‘মেজাজ হারিয়েছিলেন গম্ভীর’, বিরাটের সঙ্গে ঝামেলা নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য নবীনের

আরসিবি বনাম লখনউ ম্যাচের পর অশান্তিতে জড়িয়ে পড়েন বিরাট-নবীন।

Naveen Ul Haq makes statement on Virat Kohli-Gautam Gambhir brawl during IPL 2023

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 4, 2024 4:13 pm
  • Updated:March 13, 2024 12:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীর (Gautam Gambhir) খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন। নিজের উপর থেকে নিয়ন্ত্রণও হারিয়ে ফেলেন। তার ফলেই মাঠের মধ্যে বিরাট কোহলির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। আইপিএলের ইতিহাসে অন্যতম কুখ্যাত অধ্যায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নবীন উল হক (Naveen Ul Haq)।

গত আইপিএলে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ অগ্নিগর্ভ হয়ে ওঠে। খেলা চলাকালীন একাধিকবার সংঘাতে জড়ান দুই দলের ক্রিকেটাররা। অশান্তি চরমে ওঠে ম্যাচের পরে। ঝগড়ায় জড়িয়ে পড়েন বিরাট (Virat Kohli)-নবীন। সেই দ্বন্দ্বে তৃতীয় চরিত্রের ভূমিকায় ছিলেন গম্ভীর। সেসময় আফগান ক্রিকেটার নবীনের পাশেই ছিলেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। নিন্দুকেরা বলেন গম্ভীরই সেই ঝামেলায় অনুঘটকের কাজ করেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: আইপিএল শুরুর আগেই চেন্নাই শিবিরে বড় ধাক্কা, খেলতে পারবেন না তারকা ওপেনার]

নিন্দুকদের সঙ্গেই কার্যত সহমত হলেন লখনউয়ের পেসার। একটি সাক্ষাৎকার দিতে গিয়ে নবীন বলেন, “আমরা বেঙ্গালুরুতে ম্যাচ খেলতে গিয়েছিলাম। শেষ বলে মানকাডিং করে আমাদের ব্যাটারকে আউট করার চেষ্টা করে ব্যাঙ্গালোর। তাতেই ক্ষেপে গিয়েছিলেন গম্ভীর। এত উত্তেজিত হয়ে পড়েছিলেন যে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।” নবীনের কথায়, ওই ম্যাচের রেশ থেকে গিয়েছিল গম্ভীরের মধ্যে। তার পরেই দুই দলের ফিরতি ম্যাচে মাঠের মধ্যে বিরাটের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন এলএসজি মেন্টর।

Advertisement

তবে গোটা ঘটনাটা খুবই অখেলোয়াড়সুলভ হয়েছিল বলে মেনে নেন নবীন। আইপিএলের সময়ে বিরাটের সঙ্গে ব্যাপক অশান্তি হলেও পরে তা মিটিয়ে নেন আফগান পেসার। ২০২৩ বিশ্বকাপের ভারত বনাম আফগানিস্তান ম্যাচে একে অপরকে বুকে জড়িয়ে ধরেছিলেন দুই তারকা। পরে নবীন বলেছিলেন, “বিরাট দারুণ ক্রিকেটার। মাঠের ভেতরে অনেক ঘটনাই ঘটে থাকে। কিন্তু মাঠের বাইরে আমাদের মধ্যে কোনও বিরোধিতা নেই।” তাহলে কি অশান্তির জন্য গম্ভীরকেই দায়ী করলেন নবীন? সাক্ষাৎকারের পরে উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: টিকিটের দাম ১.৬৮ কোটি! টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে তুঙ্গে উত্তেজনা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ