Advertisement
Advertisement

গুরমেহরকে খাটো করতে চাইনি, মত বদলালেন শেহবাগ

তাঁর রসিকতা ক্রমশ অন্য অভিমুখ নেওয়াতেই সতর্ক হলেন শেহবাগ৷

Never intended to bully Gurmehar, tweets Virender Sehwag
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 1, 2017 7:28 am
  • Updated:January 3, 2020 5:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ, যুদ্ধ ও শান্তি নিয়ে নিজের মতবাদ জানিয়েছিলেন শহিদ কন্যা গুরমেহর কৌর৷ জানিয়েছিলেন, পাকিস্তান নয়, তাঁর বাবার মৃত্যু যুদ্ধের কারণেই৷ কিন্তু সে কথা মেনে নিতে পারেননি অনেকেই৷ এমনকী ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগও৷ তাঁর দাবি ছিল, পাকিস্তানের বিরুদ্ধে ত্রিশত রান তিনি করেননি৷ করেছে তাঁর ব্যাট৷ গুরমেহরের ভঙ্গিতেই এ কথা টুইটারে জানান শেহবাগ৷ তা নিয়েই হাসি-মশকরার ঢেউ ওঠে৷ এরপরই মত বদলালেন শেহবাগ৷ বুধবার টুইট করে তিনি বলেন, কোনওভাবেই গুরমেহরের উপর তাঁর মত চাপিয়ে দিতে চাননি তিনি৷ তাঁকে খাটোও করেননি৷

আধার ছাড়াই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন পেনশনভোগীরা

শেহবাগের টুইটের পর থেকেই গুরমেহরের কথা নিয়ে বেদম ঠাট্টা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়৷ তাতে যোগ দেন সেলেবরাও৷ রণদীপ হুডা শেহবাগকে সমর্থন করেন৷ কুস্তিগির যোগেশ্বর দত্তও গুরমেহরের তুলনা করেন লাদেন-হিটলারদের সঙ্গে৷ এরপরই পাল্টা টুইট করে পুরো বিষয়টি পরিষ্কার করেন শেহবাগ৷ বুধবার তিনি জানান, প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে৷ গুরমেহরের যেমন আছে অন্যদেরও তেমন আছে৷ তবে গুরমেহরকে এ জন্য যারা ধর্ষণের হুমকি দিয়েছে, তাদের চরম নিন্দা করেন তিনি৷ সেইসঙ্গে জানিয়ে দেন, গুরমেহরের উপর কোনও মতবাদ তিনি চাপিয়ে দিতে চাননি৷ খানিকটা রসিকতার ছলেই এ কথা বলেছিলেন৷ তবে তাঁর রসিকতা ক্রমশ অন্য অভিমুখ নেওয়াতেই সতর্ক হলেন শেহবাগ৷

Advertisement

গুরমেহরের সমর্থনেই কথা বলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী বিদ্যা বালান৷ তিনি জানান, প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা আছে৷ কোনওরকম হিংসার তিনি বিরোধী বলেও জানিয়ে দেন৷

প্রসঙ্গত, মঙ্গলবারের মিছিলে অংশ নেননি গুরমেহর৷ আন্দোলন থেকেও তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন৷ তবে মিছিলে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়েছেন তিনি৷

 

কয়েকটি সায়ানাইড ক্যাপসুলই পাল্টে দিয়েছিল ভারতের ইতিহাস!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ