Advertisement
Advertisement

Breaking News

Prithvi Shaw

স্বস্তিতে পৃথ্বী শ, ‘শ্লীলতাহানির প্রমাণ মেলেনি ক্রিকেটারের বিরুদ্ধে’, জানাল মুম্বই পুলিশ

পৃথ্বী শ'র বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করেছিলেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল।

No harassment evidence against Prithvi Shaw, Mumbai Police says at court | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 27, 2023 1:35 pm
  • Updated:June 27, 2023 1:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্লীলতাহানির মামলায় আদালতে স্বস্তি পেলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। সোমবার মুম্বই পুলিশ জানিয়েছে, তারকা ক্রিকেটারের বিরুদ্ধে শ্লীলতাহানির প্রমাণ মেলেনি। তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের হয়েছে। প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি পৃথ্বীর বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল (Swapna Gill)। তাঁর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করে মুম্বই পুলিশ (Mumbai Police)।

প্রথমে রাজি না হলেও পরে আদালতের নির্দেশে এফআইআর দায়ের করে মুম্বই এয়ারপোর্ট থানা। তদন্ত শেষে সোমবার আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে রিপোর্ট পেশ করা হয়। সেখানেই মুম্বই পুলিশ জানায়, পৃথ্বী শ হেনস্তা করেছেন, সেরকম প্রমাণ মেলেনি। অর্থাৎ স্বপ্না গিলের দায়ের করা অভিযোগ ভিত্তিহীন। তবে মঙ্গলবারও ফের আদালতে এই মামলার শুনানি চলবে।

Advertisement

[আরও পড়ুন: পুজোর পরেই কলকাতায় ক্রিকেট উৎসব, বিশ্বকাপে কী পেল ইডেন?]

জানা গিয়েছে, মুম্বই পুলিশের এই দাবির পরেই স্বপ্না গিলের আইনজীবী হেনস্তার একটি ভিডিও পেশ করেন। সেখানে মারধরের দৃশ্য ধরা পড়েছে। সেই দেখে বিচারক এয়ারপোর্ট থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন, মঙ্গলবার ফের গোটা ঘটনার ভিডিও ফুটেজ আদালতে জমা দিতে হবে। সম্ভবত তারপরেই এই মামলার রায় ঘোষণা করতে পারে আদালত।

Advertisement

প্রসঙ্গত, পৃথ্বী ও তাঁর বন্ধুকে হেনস্তার অভিযোগ ওঠে স্বপ্নার বিরুদ্ধে। তিনি গাড়ির কাঁচ ভেঙে দিয়ে লাঠি হাতে পৃথ্বীর উপর চড়াও হয়েছেন, এমনও ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। পৃথ্বীর বন্ধুর অভিযোগে গ্রেপ্তার করা হয় স্বপ্না-সহ আটজনকে। তিনদিন পুলিশি হেফাজতে থাকার পর জামিন পান স্বপ্না। তারপরেই ক্রিকেটারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। শ্লীলতাহানি, মারধর করা-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় পৃথ্বী ও তাঁর বন্ধু আশিস যাদবের বিরুদ্ধে। আপাতত সেই অভিযোগ থেকে স্বস্তি পেয়েছেন পৃথ্বী। 

[আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ সেই আহমেদাবাদেই, কবে কোথায় খেলবেন রোহিতরা?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ