Advertisement
Advertisement
ICC Cricket World Cup

বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ সেই আহমেদাবাদেই, কবে কোথায় খেলবেন রোহিতরা?

এক নজরে দেখে নিন ভারতের সূচি।

India to take on Pakistan at Ahmedabad in ICC World Cup । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Krishanu Mazumder
  • Posted:June 27, 2023 12:26 pm
  • Updated:June 27, 2023 1:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC Cricket World Cup 2023) ঢাকে কাঠি পড়ে  গেল। মুম্বইয়ে ঘোষিত হয়ে গেল ক্রিকেট মহাযজ্ঞের সূচি।

আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপের বল গড়াচ্ছে। প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স নিউজিল্যান্ড। ভারত অভিযান শুরু করছে ৮ অক্টোবর। রোহিত শর্মাদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ম্যাচটি হবে চেন্নাইয়ে। শুরুতেই কঠিন প্রতিপক্ষ পাচ্ছে টিম ইন্ডিয়া। অজি-চ্যালেঞ্জ কীভাবে সামলায় রোহিত-ব্রিগেড, সেটাই দেখার। 

Advertisement

[আরও পড়ুন: ঘোষিত ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সূচি, আহমেদাবাদে শুরু মেগা টুর্নামেন্ট]

 ১১ অক্টোবর দিল্লিতে মুখোমুখি ভারত ও আফগানিস্তান। বিশ্বকাপের সব চেয়ে বারুদে ঠাসা ম্যাচ হবে আহমেদাবাদে। ভারতের সামনে পাকিস্তান। ম্যাচের কেন্দ্র নিয়ে আপত্তি ছিল পাকিস্তানের। ওয়াধার ওপারের ক্রিকেটাররাই দ্বিধাবিভক্ত ছিলেন আহমেদাবাদ ভেন্যু নিয়ে। ভারত ও পাকিস্তানের ব্যাট ও বলের দ্বৈরথ হবে ১৫ অক্টোবর।

১৯ অক্টোবর ভারত ও বাংলাদেশ মুখোমুখি হবে পুণেতে। ইদানীং কালে ভারত ও বাংলাদেশ ক্রিকেটমাঠে দেখা হলেই বারুদ জ্বলে। দুই প্রতিবেশী দেশের লড়াইয়ের দিকে তাকিয়ে থাকবেন সবাই। 

২২ অক্টোবর ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। খেলাটি হবে ধর্মশালায়। গতবারের বিশ্বকাপে এই কিউয়ি ব্রিগেডের কাছে হেরে গিয়েই সেমিফাইনাল থেকে  ছিটকে গিয়েছিল ভারত। গতবারের প্রতিশোধ কি নিতে পারবে ভারতীয় দল?

২৯ অক্টোবর রোহিত শর্মার ভারতের সামনে ইংল্যান্ড। খেলাটি হবে লখনউতে। ২ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারতের সামনে কোয়ালিফায়ার ২। ৫ নভেম্বর ভারত ও দক্ষিণ আফ্রিকার খেলা হবে ইডেন গার্ডেন্সে। ইডেন গার্ডেন্স অবশ্য বিশ্বকাপের পাঁচটি ম্যাচ পেয়েছে। ১১ নভেম্বর ভারত ও কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচ হবে বেঙ্গালুরুতে। 

[আরও পড়ুন: প্যারিস সাঁ ক্লাবের জার্সি হাতে ছবি পোস্ট গিলের, সোশ্যাল মিডিয়ায় আবদার ঈশান কিষানের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement