Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: টসেই বাজল বিদায় ঘণ্টা, ইডেনে ম্যাচের শুরুতেই ছিটকে গেল পাকিস্তান

আজই কি তবে নেতৃত্ব ছাড়তে চলেছেন বাবর?

ODI World Cup 2023: Pakistan's hope over to be in the semifinal । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 11, 2023 1:59 pm
  • Updated:November 11, 2023 2:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টসেই বেলাশেষের গান শুনে ফেলল পাকিস্তান (Pakistan Cricket  Team)! ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের (England Cricket Team) বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নেমেছে ১৯৯২ সালের বিশ্বজয়ীরা। আর সেই ম্যাচের শুরুতেই বাবর আজমরা (Babar Azam) নিজেদের দেওয়াললিখন পড়ে ফেললেন। চলতি বিশ্বকাপে পাকিস্তানের আর অগ্রসর হওয়ার কোনও সম্ভাবনাই নেই। থেমে গেল দৌড়।
বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানও কার্যত ছিটকেই গিয়েছিল মেগাইভেন্ট থেকে। খাতায় কলমে ক্ষীণ একটা আশা বেঁচে ছিল পাকিস্তানের। সেই আশাও শেষ হয়ে গেল টস হওয়ার সঙ্গে সঙ্গেই। 

[আরও পড়ুন: বিশ্বকাপে অনন্য রেকর্ডের সামনে রোহিত, নকআউটে বিপক্ষকে উড়িয়ে দেওয়ার মন্ত্র দিলেন ভিভ]

আশা বাঁচিয়ে রাখতে হলে প্রথমে ব্যাট করার দরকার ছিল পাকিস্তানের। সেখানে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট নেওয়ার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানও ছিটকে যায়। হাজারো পারমুটেশন-কম্বিনেশন জেনেই টস করতে এদিন নেমেছিলেন পাক অধিনায়ক বাবর আজম। টসের সময়ে নিজেদের ভবিতব্য জানতে পেরে হেসেই ফেলেন বাবর।
এদিকে বাবর আজমকে নিয়ে খবর ছড়িয়েছে সেদেশের মিডিয়াতে, বিশ্বকাপের পরই তিনি নেতৃত্ব ছাড়বেন। আজ ইডেনেই কি সেই ঘোষণা? উত্তর আপাতত সময়ের গর্ভে। 

Advertisement

[আরও পড়ুন: ঘরের ছেলে বিরাটের শতরানের ‘হাফসেঞ্চুরি’র হাতছানি, প্রহর গুনছে রাহুলের শহর]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ