Advertisement
Advertisement
ODI World Cup 2023

ODI World Cup 2023: বিশ্বকাপ দলে অশ্বিন, টিম ম্যানেজমেন্টের প্রশংসায় সন্দীপ পাটিল

বিশ্বচ্যাম্পিয়ন হতে কি পারবে ভারত? কী বলছেন পাটিল?

ODI World Cup 2023: Sandeep Patil opines Ravi chandran Ashwin's inclusion in World Cup squad । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 2, 2023 6:31 pm
  • Updated:October 2, 2023 8:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে বিশ্বকাপ (World Cup 2023)। ভারত কি পারবে বিশ্বকাপ জিততে? ২০১১ সালের পুনরাবৃত্তি ঘটাতে পারবে ১২ বছর পরে? প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল ১৯৮৩ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য সন্দীপ পাটিলের (Sandeep Patil) কাছে।
ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে শ্রাচি গ্রুপ। প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তি স্বাক্ষরিত হয় শ্রাচি গ্রুপ ও ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ পাটিল। সেই তিনিই ভারতের বিশ্বজয়ের সম্ভাবনা প্রসঙ্গে বলছেন, ”ভারত বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবে কিনা, তা এখনই বলা সম্ভব নয়। তবে ভারতীয় দলে ভারসাম্য রয়েছে।”
বিশেষজ্ঞরা বলছেন, বিরাট কোহলিকে জ্বলে উঠতে হবে বিশ্বকাপে। হার্দিক পাণ্ডিয়ার অলরাউন্ড ক্ষমতার উপরে অনেকেই আস্থা রাখছেন। পাটিল নিজেও ভারতীয় দলের দুই তারকা কোহলি ও পাণ্ডিয়াকেই তরুপের তাস বলে ধরছেন।

[আরও পড়ুন: East Bengal: শুরু হল পথচলা, সন্দীপ পাটিলের উপস্থিতিতে শ্রাচি গ্রুপের সঙ্গে গাঁটছড়া ইস্টবেঙ্গল ক্রিকেট দলের]

শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ দলে ঢুকে পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অক্ষর প্যাটেল সময়ের মধ্যে সেরে উঠতে পারেননি। অক্ষরের পরিবর্তে অশ্বিনের দলে জায়গা পাওয়া প্রসঙ্গে সন্দীপ পাটিল বলছেন, ”একদম সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অশ্বিনের মতো অভিজ্ঞ এই মুহূর্তে আর কেউ নেই।তাই অক্ষরের পরিবর্তে অশ্বিনকে দলে নেওয়ায় সঠিক সিদ্ধান্তই নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।”
বিশ্বকাপের বল গড়ানোর আগে দুর্দান্ত ছন্দে রয়েছেন শুভমান গিল। বিশ্বকাপেও ঝলসে উঠবে তাঁর ব্যাট। এমনটাই মনে করা হচ্ছে। শুভমান কি ভবিষ্যতের বিরাট কোহলি হয়ে উঠতে পারবেন? সন্দীপ পাটিলের সোজা সাপটা জবাব, ”বিরাট যে উচ্চতায় পৌঁছে গিয়েছে তাতে এখনই বলা সম্ভব নয়, কোহলির জায়গা নিয়ে নেবে শুভমান। তবে শুভমান নিঃসন্দেহে প্রতিভাবান ব্যাটসম্যান। ওর কাছ থেকে প্রত্যাশা রয়েছে দেশের।” আসন্ন বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট কারা?
সন্দীপ পাটিল সেমিফাইনালের জন্য তাঁর পছন্দের চারটি দলকে বেছে নিয়ছেন। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে চার সেমিফাইনালিস্ট বলে বেছেছেন পাটিল। কিন্তু তাঁর তালিকায় রাখেননি পাকিস্তানকে। কিন্তু কেন? পাটিলের সাফ জবাব, ”আমাদের সময়ে পাকিস্তান যা ছিল, এখনও তাই আছে। ওরা আনপ্রেডিক্টেবল। যেদিন ভাল খেলবে সেদিন যে কোনও দলকে হারাবে। কিন্তু খারাপ দিনে হতশ্রী ভাবে হারবে।”
এই কারণেই পাকিস্তানকে সেরা চার সেমিফাইনালিস্টের তালিকায় ধরছেন না সন্দীপ পাটিল। 

Advertisement

[আরও পড়ুন: ‘নেট বোলার’ হিসাবে বিরাটকে বোলিং করার অভিজ্ঞতা কেমন ছিল? অকপটে জানালেন হ্যারিস রউফ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement