Advertisement
Advertisement
Shaheen Afridi

স্পিডোমিটার বিকৃত করেছিল অস্ট্রেলিয়া, পাক অধিনায়ক আফ্রিদির বিস্ময়কর অভিযোগ

কেন এমন অভিযোগ করলেন আফ্রিদি?

Pakistan captain Shaheen Afridi alleges Australia for tampering speedometer during Test series । Sangbad Pratidin

আফ্রিদি। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 12, 2024 8:15 pm
  • Updated:January 12, 2024 8:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ায় যথেষ্ট গতিতে বল করলেও স্পিডোমিটার কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছিল না। স্পিডোমিটার বিকৃত করেছিলেন অজিরা, এমনই অভিযোগ করে বসেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। তাঁর এহেন মন্তব্য শোনার পরে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।
আফ্রিদি বলেছেন, তাঁরা যথেষ্ট গতিতে বল করার চেষ্টা করেছিলেন অস্ট্রেলিয়ার পিচে। কিন্তু কিছুতেই প্রতি ঘণ্টায় ১৩০-১৩২ কিমির বেশি গতি তুলতে পারেননি। পুরো বিষয়টা দেখার পরে অবাক হতে হয়েছে পাক তারকাকে। 

 

Advertisement

[আরও পড়ুন: ‘ধেয়ে আসছে অজি ঝড়’, সুনীলদের সতর্ক করলেন স্টিমাচ]

 

নিউজিল্যান্ডের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার মানে পাকিস্তান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরুতেই পিছিয়ে পড়েছে পাকিস্তান। আফ্রিদি অবশ্য অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং সফর প্রসঙ্গে বলছেন, ”সত্যি কথা বলতে কী, আমরা স্পিডোমিটারের দিকে তাকিয়ে বিস্মিত হয়েছি। এটা কি সত্যিই আমরা বোলিং করছিলাম? সব কিছু দেওয়ার পরেও বলের গতি কিছুতেই বাড়ছিল না আমাদের। ১৩০-১৩২ কিমি দেখে আমরা হতাশ হয়েছি। সব দেখে শুনে মনে হচ্ছিল, আগে থেকেই বোধহয় সব ঠিক করা ছিল। আমরা বোধহয় পণ করেই নেমেছিলাম ১৩০ কিমির উপরে বলের গতি তুলব না।”

Advertisement

[আরও পড়ুন: ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ শীঘ্রই! জাকা আশরফ দিলেন বড় ইঙ্গিত]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ