Advertisement
Advertisement

Babar Azam: ব্যাপক চাপে পাকিস্তান! এশিয়া কাপের আগে বাবর আজমদের জন্য মনোবিদ

শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে লাহোরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেবেন পাকিস্তান ক্রিকেটাররা।

Pakistan Cricket Board appoints sports psychologist ahead of Asia Cup 2023। Sangbad Pratidin

এশিয়া কাপের আগে বাবর আজমদের জন্য মনোবিদ। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 13, 2023 10:07 pm
  • Updated:August 29, 2023 12:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই এশিয়া কাপ (Asia Cup 2023)। এরপর তো বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) আছেই। এই দুই মেগা ইভেন্টের আগে কি মানসিক চাপে ভুগছে পাকিস্তান (Pakistan)? তাই কি এশিয়া কাপের আগে এবার বাবর আজম (Babar Azam)-মহম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan) জন্য মনোবিদ নিয়োগ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)? তেমন আলোচনাই ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে।

ক্রীড়া মনোবিদ ডা. মকবুল বাবরি পাক ক্রিকেটারদের দায়িত্ব সামলাবেন। এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের পাশাপাশি এশিয়া কাপেও দায়িত্বে থাকবেন মকবুল। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “কয়েকজন ক্রিকেটার আগেও তাঁর পরামর্শ নিয়েছে। এবার পাকিস্তান টিমের সঙ্গে কাজ করবেন ডা. মকবুল বাবরি।”

Advertisement

[আরও পড়ুন: Vicky Kaushal: ডার্বিতে দেখতে এসে খাবরায় মজলেন ভিকি, কী বললেন রিল লাইফের স্যাম বাহাদুর?]

টানা ক্রিকেট। সে কারণেই প্লেয়ারদের মানসিক ভাবে তরতাজা রাখতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর মধ্যে দুটি বড় টুর্নামেন্ট থাকায় ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের দিকে বাড়তি জোর দিচ্ছে পিসিবি। ক্রিকেটের বাইরেও প্লেয়ারদের ব্যক্তিগত কোনও সমস্যা থাকলে, তা নিয়েও মনোবিদের সঙ্গে আলোচনা করতে পারবেন ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে লাহোরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেবেন পাকিস্তান ক্রিকেটাররা।

[আরও পড়ুন: Rohit Sharma: এশিয়া কাপের আগে তিরুপতি মন্দিরে সপরিবারে ‘হিটম্যান’, ভিডিও হল ভাইরাল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement