Advertisement
Advertisement
Ravichandran Ashwin

‘আগামিকালই যদি আমাকে দরকার হয় আমি তৈরি’, রোহিতদের বার্তা দিলেন অশ্বিন

অক্ষর প্যাটেলের উপরে চাপ বাড়ছে বলে মনে করেন অশ্বিন।

Ravichandran Ashwin says he's ready to play for India whenever needed । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 14, 2023 8:35 pm
  • Updated:September 14, 2023 8:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখনই তাঁকে দরকার, তিনি তৈরি। টিম ইন্ডিয়াকে সাহায্য করতে প্রস্তুত রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে এমনটাই জানিয়েছেন ভারতের তারকা অফস্পিনার। রোহিত শর্মারা কি তা শুনলেন? 

বিশ্বকাপের দলে জায়গা হয়নি অশ্বিনের। সেই তিনিই নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ”টিম ইন্ডিয়ার হয়ে আমি ১৪-১৫ বছর ধরে খেলছি। দেশের হয়ে খেলার দারুণ দারুণ সব মুহূর্ত রয়েছে। সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও রয়েছে। ভারতীয় দল আমার হৃদয়ের খুব কাছাকাছি। আগামিকালই যদি আমার সার্ভিস দরকার পড়ে, তাহলে আমি তৈরি। একশো শতাংশ দিতে রাজি।” বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। অনেকেই মনে করছেন, বিশ্বকাপে খেলার আশা এখনও ছাড়েননি অশ্বিন। সেই কারণে তিনি পরোক্ষ ভাবে রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়কে বার্তা দিয়ে গেলেন। অশ্বিন দলে সুযোগ পাননি। অক্ষর প্যাটেলের উপরে প্রত্যাশার চাপ বাড়ছে। 

Advertisement

[আরও পড়ুন: দুর্গাপুজোর সময় ডার্বি-সহ একাধিক ম্যাচ আয়োজনে তীব্র জটিলতা, জানিয়ে দিলেন অরূপ বিশ্বাস]

 

রবিচন্দ্রন অশ্বিন বলছেন, ”এই মুহূর্তে অক্ষর প্যাটেলের কাছ থেকে আমরা অনেককিছুই চাইছি। প্রত্যাশার চাপ বাড়ছে ওর উপরে। আমার মনে হয়, অক্ষরের উপরে এখনই চাপ প্রয়োগ করা উচিত নয়। অক্ষর যদি না থাকে, তাহলে ওর ভূমিকায় কাকে দেখা যাবে? শার্দূল। ওর থেকে কি আশা করছি আমরা? ৫-৬ ওভার অথবা ৮ ওভার এবং ২-৩টি উইকেট।” 

Advertisement

[আরও পড়ুন: শাকিবদের বিরুদ্ধে নামার আগে কীভাবে পদ্মাপাড়ের দেশের মন জিতলেন ‘কিং কোহলি’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ