Advertisement
Advertisement
RCB

ঘরের মাঠে আজ কোহলিদের সামনে পাঞ্জাব, বিরাটদের চিন্তা বোলিং

প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর পাঞ্জাব।

RCB will take on Punjab Kings in IPL

নেটে ব্যাটিং অনুশীলনে ব্যস্ত। ছবি-ফেসবুক থেকে

Published by: Krishanu Mazumder
  • Posted:March 25, 2024 3:27 pm
  • Updated:March 25, 2024 3:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএলে (IPL) রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) সবে মাত্র একটা ম‌্যাচ খেলেছে। কিন্তু একটা ম‌্যাচেই প্রকট হয়ে পড়েছে তাদের বোলিং দুর্বলতা। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম‌্যাচে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে হলে বোলিং নিয়ে তাদের আলাদা চিন্তাভাবনা করতেই হবে। এবং সেই লক্ষ‌্যকে সামনে রেখে সোমবার ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে।
চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম‌্যাচে ছয় উইকেটে হারের পিছনে আরসিবির পেসারা কিছুটা হলেও দায়ী। ক্রমাগত শর্ট বল করে বিপক্ষের ব‌্যাটারদের সুবিধা করে দিয়েছিল। শুধু তাই নয়, আরসিবির তিন স্পিনাররাও সেভাবে প্রভাব ফেলতে পারেননি। ফলে পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের পথে ফিরতে হলে ভালো বোলিং করাটা জরুরি।
এমনিতে, চিন্নাস্বামী স্টেডিয়ামে বরাবর বড় রান উঠেছে। কিন্তু আলজারি জোসেফ, মহম্মদ সিরাজ এবং যশ দয়ালরা যেভাবে অকাতরে রান বিলিয়েছেন তাতে ফাফ ডু’প্লেসির চিন্তা বাড়বে বই কমবে না। একইসঙ্গে আরসিবির টপ অর্ডারের ব‌্যাটাররাও প্রথম ম‌্যাচে নিজেদের মেলে ধরতে পারেননি। 

[আরও পড়ুন : খেলতে চান টি-টোয়েন্টি বিশ্বকাপ, অবসর ভেঙে ফেরার ঘোষণা পাক পেসারের]

চেন্নাইয়ের বিরুদ্ধে একসময় তারা ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। শেষপর্যন্ত দীনেশ কার্তিক এবং অনুজ রাওয়াতের বিস্ফোরক ব‌্যাটিং দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়। পাঞ্জাবের বিরুদ্ধে বিরাট কোহলি, ডু’প্লেসি বা ম‌্যাক্সওয়েল বড় রান করতে না পারলে বিপদ। গত ম‌্যাচে দুরন্ত ব‌্যাটিং করা আরসিবির উইকেটকিপার-ব‌্যাটার অনুজ রাওয়াত জানিয়েছেন, টিম ম‌্যানেজমেন্টের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করাই তাঁর প্রধান লক্ষ‌্য। তিনি জানিয়েছেন, ‘‘চলতি মরশুমে উইকেটকিপার-ব‌্যাটার হিসাবে নিজেকে মেলে ধরারই আমার প্রধান লক্ষ‌্য।’’ একইসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁদের এখন একটাই লক্ষ‌্য সবক’টি হোম ম‌্যাচ জেতা। তাঁর বক্তব‌্য, ‘‘আমরা ঘরের মাঠে ম‌্যাচগুলির উপর জোর দিচ্ছি। লক্ষ‌্য সব ম‌্যাচ জেতা। আশা করছি, নিজেদের লক্ষ্যে সফল হব।’’
উল্টোদিকে, প্রথম ম‌্যাচে দিল্লি ক‌্যাপিটালসকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর পাঞ্জাব। তবে তাদের চিন্তায় রাখছে জনি বেয়ারস্টোর অফ ফর্ম। একইসঙ্গে অবশ‌্য তাদের আশ্বস্ত করছে স‌্যাম কুরানের দুরন্ত ফর্ম। দিল্লির বিরুদ্ধে স‌্যাম ব‌্যাট হাতে চমৎকার পারফর্ম করেছেন। অধিনায়ক শিখর দিল্লির বিপক্ষে ভালো শুরু করলেও বড় রান করতে পারেননি। তবে মিডল অর্ডারে লিভিংস্টোনের চমৎকার ব‌্যাটিং দলকে ভরসা জোগাচ্ছে। সবমিলিয়ে ‘দিল্লি জয়’ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস নিয়েই পাঞ্জাব বিরাটদের বিরুদ্ধে নামতে চলেছে।

Advertisement

[আরও পড়ুন : মাঠের মধ্যে হার্দিকের উপর রেগে আগুন রোহিত! মালিকের সামনেই জুটল বকুনি? ভিডিও ভাইরাল]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ