Advertisement
Advertisement
Rinku Singh

কেন টি-২০ বিশ্বকাপে ঠাঁই হল না? নিজেই কারণ খোলসা করলেন রিঙ্কু

রিজার্ভ হিসাবে দলের সঙ্গে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে যাবেন রিঙ্কু।

Rinku Singh shares reason for not getting chance in T20 World Cup

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 29, 2024 6:22 pm
  • Updated:May 29, 2024 6:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও বিশ্বকাপের দলে সুযোগ মেলেনি। টি-২০ বিশ্বকাপের দলে না থাকায় ভেঙে পড়েছিলেন। তবে বাদ পড়া নিয়ে এবার মুখ খুললেন রিঙ্কু সিং। কেন জাতীয় দলে তাঁর জায়গা হল না, নিজেই সেই কারণ বিশ্লেষণ করলেন আইপিএলজয়ী তারকা।

২০২৩ আইপিএলে পরপর পাঁচ বলে ছক্কা হাঁকিয়ে জনপ্রিয়তার শিখরে উঠে এসেছিলেন রিঙ্কু (Rinku Singh)। সেই ফর্ম ধরে রেখেই এশিয়ান গেমসে সোনা জিতেছেন। জাতীয় দলে সুযোগ পেয়ে ১৫টি ম্যাচে ৩৫৬ রান করেছেন তিনি। গড় ৮৯। স্ট্রাইক রেট ১৭৬.২৪। কিন্তু চলতি আইপিএলে তাঁর ব্যাট চলেনি। কেকেআর আইপিএল জিতলেও সেভাবে রিঙ্কুর অবদান ছিল না। আইপিএলের মধ্যেই ঘোষিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল (ICC T20 World Cup 2024)। সেখানে ১৫ জনের স্কোয়াডে জায়গা পাননি কেকেআর তারকা। তবে রিজার্ভ হিসাবে দলের সঙ্গে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে যাবেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: গম্ভীর নন! জাতীয় দলের দায়িত্বে এনসিএ কোচ? বিসিসিআই কর্তার মন্তব্যে তুঙ্গে জল্পনা

রিঙ্কু বাদ পড়ার পর থেকে ক্রিকেট মহলে দল নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে। মূল প্রশ্ন, দল নির্বাচনের ক্ষেত্রে কি জাতীয় দলের অতীত পারফরম্যান্সের থেকে বেশি প্রাধান্য পাচ্ছে আইপিএলের ফর্ম? আইপিএলের ফর্ম প্রামাণ্য ধরলে হয়তো রিঙ্কুকে বাদ দেওয়াটাই স্বাভাবিক। রিঙ্কু এবারের আইপিএলে সেভাবে ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু তাতেও পালটা প্রশ্ন, আইপিএলের ফর্ম ধরলে মহম্মদ সিরাজ কোন যুক্তিতে সুযোগ পেলেন?

যাবতীয় বিতর্ক থামিয়ে এবার দল নির্বাচন নিয়ে নিজেই মুখ খুলেছেন কেকেআর তারকা। একটি সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “ভালো খেলেও সুযোগ না পাওয়াটা খুব কষ্টের। এবার টিম কম্বিনেশনের জন্যই দলে (Indian Cricket Team) আমার জায়গা হয়নি। তবে যে বিষয়টা হাতে নেই সেটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। রোহিত ভাইয়া সেরকম কিছু বলেনি, শুধু জানিয়েছে যে আরও ভালো করে খেলতে হবে কারণ ২ বছর পরে আবার বিশ্বকাপ রয়েছে।” দুবছর পরে কি বিশ্বকাপের দলে সুযোগ পাবেন রিঙ্কু?

[আরও পড়ুন: একতাই নাইটদের বল, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার মন্ত্র ফাঁস করে বিশেষ বার্তা শাহরুখের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement