সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোর্ডের ‘ফতোয়া’য় রনজি খেলছেন বটে। কিন্তু রোহিত শর্মার ব্যাটে রান আসছে না। একই অবস্থা জাতীয় দলের অন্যান্য তারকাদেরও। ‘হেভিওয়েট’ ক্রিকেটারদের নিয়েও জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে কার্যত মুখ থুবড়ে পড়ছে মুম্বই। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার শিকার অজিঙ্ক রাহানের দল।
রানের জন্য রীতিমতো হাহুতাশ করতে হচ্ছে ভারত অধিনায়ককে। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই ঘরোয়া ক্রিকেটে ফিরেও সেই হতাশাই সঙ্গী রোহিতের। ১০ বছর পর রনজি খেলতে নেমে কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৩ রানে আউট হন তিনি। মাত্র ১২০ রানে গুটিয়ে যায় মুম্বইয়ের ইনিংসও। দ্বিতীয় ইনিংসে আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল রোহিত-সহ গোটা মুম্বইয়ের কাছে। কিন্তু সেই সুযোগ হেলায় হারাল তারকাখচিত দল।
দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমে রোহিতের সংগ্রহ মাত্র ২৮ রান। তবে ঝোড়ো মেজাজেই ব্যাট করছিলেন ভারত অধিনায়ক। ৩৫ বল খেলে তিনি তিনটি ছক্কা হাঁকান। দুটি বাউন্ডারিও মারেন। কিন্তু প্রথম ইনিংসের মতোই উইকেট ছুড়ে দিয়ে আসেন তিনি। মুম্বইয়ের আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে ৪ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তারকা ক্রিকেটারের সংগ্রহ মাত্র ২৬। দুই ইনিংসে ব্যর্থ শ্রেয়স আইয়ার, শিবম দুবের মতো জাতীয় দলের তারকারাও। মধ্যাহ্নভোজের আগে ৮৬ রানে পাঁচ উইকেট খুইয়ে ধুঁকছে মুম্বই।
সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্ক ধেয়ে এসেছে ভারতীয় ক্রিকেটের দিকে। যেখানে কাঠগড়ায় অধিনায়ক রোহিতও। অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকর ট্রফিতে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ৩১ রান। প্রশ্নের মুখে পড়ে তাঁর নেতৃত্বও। অজিভূমে টিম ইন্ডিয়া ধরাশায়ী হওয়ার পরই একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারতীয় বোর্ড। ভারতীয় তারকাদের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার বিষয়টিও বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হয়। বোর্ডের নিদানের পর ঘরোয়া ক্রিকেটে নামার সিদ্ধান্ত নেন রোহিত। কিন্তু তাতেও সঙ্গী সেই ব্যর্থতাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.