Advertisement
Advertisement
Rohit Sharma

ইংল্যান্ড সিরিজ জয়ের পরই বোর্ড সচিব জয় শাহর প্রশংসায় পঞ্চমুখ রোহিত, কেন?

ভারতীয় বোর্ড সচিবের সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানালেন রোহিত শর্মা।

Rohit Sharma hails Jay Shah for ‘leading the way’ in Test cricket
Published by: Subhajit Mandal
  • Posted:March 10, 2024 10:56 am
  • Updated:March 10, 2024 10:56 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচ রাহুল দ্রাবিড়ের মুখে খানিক উলটো সুর শোনা গিয়েছিল। কিন্তু বিসিসিআইয়ের নতুন টেস্ট ইনসেন্টিভ সিস্টেমকে আন্তরিকভাবে স্বাগত জানালেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। টেস্ট ইনসেন্টিভ ঘোষণা করার জন্য বোর্ড সচিব জয় শাহকে প্রশংসায় ভরিয়ে দিলেন রোহিত (Rohit Sharma)।

ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পরই বিরাট ঘোষণা করে দিয়েছেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ। এবার থেকে টেস্ট খেলার জন্য বাড়তি ইনসেন্টিভ দেবে ভারতীয় বোর্ড। জয় শাহ (Jay Shah) শনিবার ঘোষণা করেছেন, এক মরশুমে কোনও ক্রিকেটার যদি বেশি টেস্ট খেলেন, তা হলে ‘ইনসেন্টিভ’ হিসাবে তাঁকে বছরের শেষে আলাদাভাবে টাকা দেওয়া হবে। ম্যাচ ফি বা কেন্দ্রীয় চুক্তির টাকা তো রয়েছেই। পাশাপাশি ‘ইনসেন্টিভ’ দেওয়া হবে। এমনকী, কেউ প্রথম একাদশে না থাকলেও টাকা পাবেন। এর আগে কোনও ক্রিকেট খেলিয়ে দেশ এমন উদ্যোগ নেয়নি।

Advertisement

[আরও পড়ুন: চিনের চিন্তা বাড়িয়ে সেলা টানেল উদ্বোধন মোদির, অরুণাচলে ‘মাস্টারস্ট্রোক’ ভারতের]

জয় শাহর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই উদ্যোগে খুশি রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid)। টিম ইন্ডিয়ার হেডকোচ বলছেন, টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দেওয়া হচ্ছে এটা জেনে ভালো লাগছে। তবে দ্রাবিড় বুঝিয়ে দিয়েছেন, এই বাড়তি অর্থকে যে ইনসেন্টিভ বলা হচ্ছে, তাতে তাঁর আপত্তি আছে। তিনি বলছেন, “এটা কোনও ইনসেন্টিভ নয়, বরং পুরস্কার হিসাবে দেখা উচিত। টেস্ট ক্রিকেট খেলার জন্য কোনও ইনসেন্টিভের দরকার হয় না। তবে এত দিন পরে যে টেস্ট খেলাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এটা দেখে ভাল লাগছে।”

Advertisement

[আরও পডু়ন: ‘ব্রিগেডে না গেলে দল ব্যবস্থা নেবে’, বুথকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে মানস ভুঁইঞা]

তবে ভারতীয় বোর্ড সচিবের এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানালেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক বললেন,”টেস্ট ক্রিকেট আগেও সেরা ছিল, এখনও সেরা, আগামী দিনেও সেরা থাকবে। বিসিসিআই (BCCI) এবং জয় শাহ (Jay Shah) যেভাবে টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছেন, সেটা দারুন প্রশংসনীয় উদ্যোগ।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ