Advertisement
Advertisement
Rohit Sharma

ভালোবাসার ‘অত্যাচার’! ভক্তের কাণ্ড দেখে আঁতকে উঠলেন রোহিত

উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

Rohit Sharma scared as fan runs towards him in Wankhede stadium
Published by: Arpan Das
  • Posted:April 2, 2024 11:05 am
  • Updated:April 2, 2024 11:05 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে (IPL) সোমবার ওয়াংখেড়েতে (Wankhede Stadium) প্রথম ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। পাঁচ বার ট্রফি জয়ী ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) তাঁদের ঘরের ছেলে। এবার অধিনায়ক বদলে যাওয়ায় যেন ভালোবাসা আরও কয়েক গুণ বেড়েছে। তারই নমুনা দেখা গেল রাজস্থানের (RR) বিরুদ্ধে ম্যাচে। ভক্তের পাগলামিতে আঁতকে উঠলেন খোদ রোহিতও।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করছিল মুম্বই। পাওয়ার প্লের সময় রোহিত দাঁড়িয়ে ছিলেন স্লিপে। পাশেই ছিলেন কিপার ঈশান কিষান। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক দর্শক আচমকা ছুটে যান রোহিতের দিকে। প্রাক্তন মুম্বই অধিনায়ক খেয়াল করেননি পিছন থেকে একজন ছুটে আসছে। ফলে সেই ভক্ত রোহিতের কাছে পৌঁছলে তিনি রীতিমতো আঁতকে ওঠেন। ভয় পেয়ে এক লাফে কিছুটা দূরে সরে যান। ওই ভক্ত তাঁকে জড়িয়ে ধরলেও হিটম্যানকে খুব একটা স্বচ্ছন্দ দেখায়নি। বরং গোটা পরিস্থিতি তাঁকে প্রবল অস্বস্তিতে ফেলে দেয়। এরপর ঈশান কিষানকেও জড়িয়ে ধরেন সাদা জামা ও নীল প্যান্ট পরা সেই ভক্ত।

Advertisement

[আরও পড়ুন: হার্দিকের দিকে উড়ে এল প্রবল কটাক্ষ, ওয়াংখেড়ের দর্শকদের ‘ভদ্র’ হতে বললেন মঞ্জরেকর]

সেই সময় কোনও নিরাপত্তাকর্মীকে আশেপাশে দেখা যায়নি। পরে নিরাপত্তাকর্মীরা এসে তাঁকে মাঠের বাইরে নিয়ে যান। চলতি আইপিএলে চিন্নাস্বামীতে বেঙ্গালুরুর সঙ্গে পাঞ্জাবের ম্যাচেও মাঠে ঢুকে পড়েছিলেন এক দর্শক। ফের একই ঘটনা ঘটায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ভক্তদের ভালোবাসার ‘অত্যাচারে’ চরম বিব্রত হয়ে পড়ছেন ক্রিকেটাররা। ম্যাচে অবশ্য রাজস্থানের কাছে আত্মসমর্পণ করে মুম্বই। প্রথমে ব্যাট করে হার্দিক পাণ্ডিয়ার দল মাত্র ১২৫ রান তোলে। সহজেই সেই রান তুলে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় সঞ্জু স্যামসনের রাজস্থান। এই নিয়ে টানা তিন ম্যাচ হারল মুম্বই। পয়েন্ট তালিকায়ও সকলের শেষে রয়েছে হার্দিক ব্রিগেড। 

[আরও পড়ুন: চলছে আইপিএল, এর মধ্যে নিজের নামটাই বদলে ফেললেন বাটলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ