আরসিবির পোস্টে শুরু জল্পনা। ছবি: আরসিবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর সেই সঙ্গেই ভেঙে দিয়েছেন একের পর রেকর্ড। দ্রুততম হিসাবে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে রোনাল্ডোর চ্যানেলে। ইতিমধ্যেই তার সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে ৫৪ মিলিয়ন। কিন্তু কেমন হয়, সেখানে যদি উপস্থিত হন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি?
সোশাল মিডিয়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একটি পোস্টের পরই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। কী আছে সেই ছবিতে? দেখা যাচ্ছে, রোনাল্ডোর সঙ্গেই বসে আছেন বিরাট। সামনে মাইক। পিছনে সিআর৭-র পর্তুগাল ও আল নাসের দলের জার্সি। এছাড়া ট্রফি হাতে রোনাল্ডোর বিভিন্ন সময়ের ছবি। সব মিলিয়ে যেন পর্তুগিজ কিংবদন্তির ইউটিউব চ্যানেলের চেনা পরিবেশ। আর সেখানেই গল্পে মেতে রয়েছেন দুজনে।
কিন্তু এই সম্ভাবনা কি সত্যি হতে চলেছে? ভবিষ্যতে কী হবে বলা যায় না, তবে আপাতত এই ছবিটি এআই দিয়ে বানানো। যার সঙ্গে আরসিবি-র ক্যাপশনে বিরাট কোহলি ও রোনাল্ডোর যুগলবন্দিতে ‘দুই সর্বকালের সেরা প্লেয়ারে’র আলাপ-আলোচনার কথা। সঙ্গে তারা লিখেছে, “এটা কি মিস করা যায়? এই যুগলবন্দি নেটদুনিয়া কাঁপিয়ে দেবে।” আর এই এপিসোডের নাম কী হবে, সেটাও জানিয়ে দিয়েছে তারা। এর নাম হবে ‘GOATS’। প্রচলিত অর্থে Greatest Of All Time বা সর্বকালের সেরা।
কমেন্টেও সমর্থকরা মুখিয়ে রয়েছেন এই দুজনের গল্প শোনার জন্য। সম্প্রতি রোনাল্ডোর চ্যানেলে উপস্থিত হয়েছিলেন তাঁর প্রাক্তন সতীর্থ রিও ফার্দিনান্দ। সেখানে ১০০০ গোল করার লক্ষ্যের কথা জানিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী তারকা। বিরাট সেখানে এলে কী নিয়ে কথা হবে দুজনের? আদৌ কি কখনও বাস্তব হবে এই স্বপ্ন? আশা ছাড়তে নারাজ সমর্থকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.