Advertisement
Advertisement
MS Dhoni

১৫ আগস্টই অবসর নিয়েছিলেন, ধোনির জন্য কেন স্পেশ্য়াল স্বাধীনতা দিবস? সাক্ষী যা বললেন…

তিন বছর আগে আজকের দিনে অর্থাৎ ১৫ আগস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ধোনি।

Sakshi's Instagram post reveals the connection behind MS Dhoni with 15th August | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 15, 2023 8:23 pm
  • Updated:August 15, 2023 8:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন বছর আগে আজকের দিনে অর্থাৎ ১৫ আগস্ট গোটা বিশ্বকে কার্যত চমকে দিয়ে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় চুপিসারে একটি পোস্ট করেই ২২ গজকে বিদায় জানিয়েছিলেন ক্য়াপ্টেন কুল। তবে শুধু এই কারণেই যে ধোনির কাছে ১৫ আগস্ট একটি বিশেষ দিন, তেমনটা ভাবলে কিন্তু ভুল করবেন। এই দিনটি আরও একটি কারণে কিন্তু ধোনির জন্য স্পেশ্যাল। সাক্ষীর ইনস্টাগ্রাম পোস্টে অন্তত তেমনটাই জানা গেল।

২০২০ সালে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন জোড়া বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক ধোনি। লিখেছিলেন, “আপনাদের ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। আজ ৭.২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবেই ধরবেন।” মন ভেঙেছিল অগণিত ক্রিকেটপ্রেমীর। আচমকা এভাবে অবসর ঘোষণা করবেন তিনি, প্রত্যাশা করেননি অনেকেই। তবে সত্যিটা মেনে নিতেই হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: CAG রিপোর্টে বড়সড় বেনিয়মের উল্লেখ, ৭.৫ লক্ষ কোটির দুর্নীতি! মোদির বিরুদ্ধে সরব আপ-কংগ্রেস]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M S Dhoni (@mahi7781)

Advertisement

যদিও দেশের জার্সি খুলে রাখলেও এখনও তাঁকে দেখা যায় চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেনের ভূমিকায়। তবে এই ১৫ আগস্টের সঙ্গে বিশেষ যোগসূত্র রয়েছে তাঁর। সেটাই এবার জানা গেল স্ত্রী সাক্ষীর এদিনের পোস্টে। এদিন নিজের শাশুড়ি অর্থাৎ ধোনির মা’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাক্ষী।

Sakshi

তিনি লিখেছেন, “হ্যাপি বার্থডে মা। পরিবারে তুমিই আমার সবচেয়ে প্রিয় মানুষ।” সাধারণত নিজের পারিবারিক জীবনকে ব্য়ক্তিগত রাখতেই পছন্দ করেন মাহি। তবে ১৫ আগস্ট যে ধোনির মায়ের জন্মদিন, সেটাই এবার জানা গেল সাক্ষীর সৌজন্যে।

[আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যু: ‘সাবধান করেছিলাম, কিন্তু…’, বিস্ফোরক দাবি ভাইরাল চিঠির ‘রুদ্রদা’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ