BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

আইপিএলের মতো চমক বাংলাদেশ প্রিমিয়ার লিগেও, উদ্বোধনী অনুষ্ঠানে সলমন-ক্যাটরিনা

Published by: Subhajit Mandal |    Posted: December 2, 2019 8:39 pm|    Updated: December 2, 2019 9:25 pm

Salman Khan and Katrina Kaif to perform in Dhaka BPL

সুকুমার সরকার, ঢাকা: ভারতের আইপিএলের ধাঁচে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও চমক। বিপিএলের গত দুই আসরের উদ্বোধনী অনুষ্ঠান ছিল একেবারেই সাদামাটা। এবার তার ব্যতিক্রম। বিসিবির তত্ত্বাবধানে আয়োজিত বিশেষ বঙ্গবন্ধু বিপিএলের শুরুতেই থাকছে জমকালো অনুষ্ঠান।

আগামী ৮ ডিসেম্বর শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের কাউন্টডাউন। ওই দিন সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠবে বিপিএলেরও। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, বিশেষ আয়োজন হিসেবে এবার থাকছে বলিউডের ঝলক। বলি তারকাদের সঙ্গে বাংলাদেশের তারকারাও থাকবেন। এ আয়োজনে থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমন খান ও অভিনেত্রী ক্যাটারিনা কাইফ। আর দেশীয় শিল্পীদের মধ্যে মমতাজ-সহ বেশ কয়েকজন তারকা থাকবেন এই অনুষ্ঠানে।


আগামী ১১ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডার্সের মধ্যেকার ম্যাচ দিয়ে সূচনা হবে বঙ্গবন্ধু বিপিএল-এর। তার আগে ৮ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান রাঙাতেই ঢাকায় আসছেন এই দুই বলিউড তারকা। রবিবার মিরপুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল গণমাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা দুই বলিউড সুপারস্টার সলমন খান ও ক্যাটরিনা কাইফকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নিশ্চিত করেছি। তারা স্টেজ পারফর্ম করবেন। বাংলাদেশ থেকে শিল্পী মমতাজ থাকছেন জানিয়ে তিনি আরও বলেন, “গানের জন্য এই মুহূর্তে বিশ্ব সঙ্গীতের দুই সাড়া জাগানো শিল্পী অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন। তবে, এখনও তারা নিশ্চিত নয় বলে নাম বলবো না। আশা করছি, আজকালের মধ্যেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবো।”

[আরও পড়ুন: এবার গড়াপেটার ছায়া সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে, বুকির প্রস্তাবের কথা জানালেন সৌরভ]


৭ দলের বিপিএলের ফাইনাল ১৭ জানুয়ারি। তবে, আসর শুরুর আগে ম্যাচের সময়ের পরিবর্তন আনা হয়েছে। পিছনো হয়েছে শুক্রবার ছাড়া অন্যান্য ম্যাচগুলোর সময়সূচি। আগের সূচিতে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা এবং সন্ধ্যা ৫টা ২০ মিনিটে। এখন সেটা বদলে দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায় এবং সন্ধ্যার ম্যাচ ৭টায়। সাত দলের টুর্নামেন্টের ম্যাচ ৪৬টি। চার ধাপে খেলা হবে। ১১-১৪ ডিসেম্বর মিরপুর শেরে- ই- বাংলা স্টেডিয়ামে। ১৭-২৪ ডিসেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ২-৭ জানুয়ারি সিলেট বিভাগীয় স্টেডিয়াম এবং ১০-১৭ জানুয়ারি মিরপুরে খেলা। উদ্বোধনী ম্যাচে মিরপুরে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার এবং কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। ১১ জানুয়ারি পর্যন্ত লিগ পর্বের ম্যাচ। ১৩ জানুয়ারি এলিমিনেটর ম্যাচ, ১৩ জানুয়ারি প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচ এবং ১৫ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ। ১৭ জানুয়ারি ফাইনাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায়। আর এই গালা অনুষ্ঠান উপভোগ করতে টিকিটের মূল্য সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যেই রাখতে চায় বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানান, গ্যালারির টিকিটের দাম ৩০০ থেকে ১,০০০ (এক হাজার) টাকার মধ্যে রাখা হবে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে