Advertisement
Advertisement

Breaking News

Team India

চোটের কবলে শুভমান, তৃতীয় টেস্টে ফিরতে পারেন শামি-সাইনি

দ্বিতীয় টেস্ট জিতে কী বললেন বিরাট কোহলি?

Shami and Saini likely to come back in Team India squad in 3rd test | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 16, 2021 5:13 pm
  • Updated:February 16, 2021 5:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের দিন মাঠে নামতে পারেননি শুভমান গিল। চোট পাওয়া ক্রিকেটারদের তালিকায় নাম লেখান ভারতীয় ওপেনারও। বিবৃতি দিয়ে বিসিসিআই (BCCI) দিনের শুরুতেই জানিয়ে দেয়, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন বাঁ-হাতে চোট পাওয়ার জন্য ফিল্ডিং করতে নামতে পারবেন না তিনি। অগ্রিম সতর্কতা হিসেবে তাঁর স্ক্যানও করানো হয়। পরের ম্যাচে তিনি খেলবেন কি না, সে উত্তর শীঘ্রই মিলবে। তবে এর মধ্যেই শোনা গেল, তৃতীয় টেস্টে দলে ফিরতে পারেন মহম্মদ শামি ও নবদীপ সাইনি।

[আরও পড়ুন: দর্শকশূন্য মাঠেই আয়োজিত হবে আইএসএল ফাইনাল, চূড়ান্ত হল দিনক্ষণ]

অস্ট্রেলিয়া সফরের মাঝপথে হাতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শামি। প্রাথমিকভাবে জোর ধাক্কা খায় ভারতীয় শিবির। শামির মতো অভিজ্ঞ পেসার বাদ পড়ায় চাপেই পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। যদিও সে সময় নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরেন মহম্মদ সিরাজ। তবে ফিট হয়ে অবশেষে ফিরতে চলেছেন বাংলার পেসার। এমনটাই জানা যাচ্ছে। ব্রিসবেনে চোট পাওয়া নবদীপ সাইনিও নাকি পুরোপুরি ম্যাচ ফিট। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রয়েছেন তিনি। তাঁরও দলে যোগ দিতে কোনও বাধা নেই বলেই খবর।

চেন্নাইয়ের প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়লেও দ্বিতীয় টেস্টে দুর্দান্ত কামব্যাক করেছে বিরাট কোহলি (Virat Kohli) অ্যান্ড কোং। জো রুটদের ৩১৭ রানে হারিয়ে চার টেস্টের সিরিজে সমতায় ফিরেছে তারা। ম্য়াচের পর ক্যাপ্টেন কোহলি সাফ জানিয়ে দেন, টসে হার-জিত ম্যাচ জেতায় বাধা হয়ে দাঁড়াত না। তাঁর গলায় শোনা যায় পন্থের প্রশংসাও।

সিরিজে সমতা ফেরায় তৃতীয় টেস্টে সেয়ানে-সেয়ানে টক্কর হবে, বলাই যায়। কিন্তু প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে কোন দুই পেসারকে প্রথম একাদশে রাখা হবে? বুমরাহকে বসিয়ে মহম্মদ সিরাজ ও ইশান্ত শর্মাকে খেলানো হয়েছে দ্বিতীয় টেস্টে। মোতেরায় তাই শামি ফিরলে হয়তো বসানো হবে সিরাজকে। তবে গিলের (Shubman Gill) চোট কতটা গুরুতর, সে প্রশ্নও উঠছে। তৃতীয় টেস্টের দল ঘোষণা হলেই বিষয়টা পরিষ্কার হবে। টেস্ট সিরিজের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। শোনা যাচ্ছে, শীঘ্রই সেই দলও ঘোষণা করবে বিসিসিআই।

[আরও পড়ুন: চিপকের স্পিনে ধরাশায়ী ইংল্যান্ড, দ্বিতীয় টেস্টে বিরাট জয় ভারতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ