Advertisement
Advertisement

Breaking News

Jasprit Bumrah Shreyas Iyer

বিশ্বকাপের আগে স্বস্তি ভারতের! এশিয়া কাপেই ফিরতে পারেন বুমরাহ, শ্রেয়স

বোলিং শুরু করেছেন বুমরাহ।

Shreyas Iyer and Jasprit Bumrah likely to return in Asia Cup, says NCA | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 16, 2023 11:09 am
  • Updated:June 16, 2023 4:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে (Asia Cup) দলে ফিরতে পারেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চোটের সমস্যা কাটিয়ে দু’জনেই রিহ্যাব শুরু করেছেন। ফলে সেপ্টেম্বর মাসের শুরুতে দুজনকেই মাঠে নেমে খেলতে দেখা যেতে পারে বলেই শোনা গিয়েছে। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই রিহ্যাব করছেন দুই তারকা ক্রিকেটার।

গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেই চোটের সমস্যায় ভুগছেন বুমরাহ। কোমরের চোটে ভুগে একবছরেরও বেশি সময় ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে ভারতীয় পেসারকে। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ- একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁর অভাব বোধ করেছে ভারত। চলতি বছরের শুরুর দিকেই বুমরাহর কোমরে অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ভোটের আগেই জয়! রঘুনাথগঞ্জের ২ টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে]

অন্যদিকে, দীর্ঘদিন ধরেই পিঠে চোট রয়েছে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের। বর্ডার-গাভাসকর ট্রফির দলে থাকলেও ব্যাট করতে নামেননি তিনি। বিশ্বকাপের আগে ফিট হওয়ার লক্ষ্যেই বিদেশে গিয়ে অস্ত্রোপচার করান শ্রেয়স। আপাতত এনসিএতে ফিজিওথেরাপি চলছে তাঁর। দ্রুতই ম্যাচ খেলার মতো ফিট হয়ে যাবেন তিনি, সেরকমই অনুমান করছেন এনসিএর চিকিৎসকরা।

Advertisement

এনসিএ সূত্রে জানা গিয়েছে, সামান্য হলেও বোলিং শুরু করেছেন বুমরাহ। কয়েকদিনের মধ্যে আরও বেশি সময় ধরে বোলিং করতে পারবেন তিনি, সেরকমই আশা করা যাচ্ছে। অন্যদিকে, শ্রেয়সের ফিজিওথেরাপির পর তিনিও দ্রুত মাঠে ফিরবেন বলেই আশাবাদী এনসিএ। বেঙ্গালুরুতে রিহ্যাব শুরু করেছেন কে এল রাহুলও। তিনিও দ্রুত খেলতে পারবেন বলেই অনুমান। ঘরের মাঠে বিশ্বকাপ (ICC World Cup) খেলার আগে এশিয়া কাপকে প্রস্তুতি হিসাবে দেখা যেতে পারে। মহাদেশীয় টুর্নামেন্টে তিন ক্রিকেটার মাঠে ফিরলে বিশ্বকাপের আগে ভারতের শক্তি বাড়বে, সেকথা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: জাপটে ধরে জোর করে চুমু! ১৭ বছর পর মিকার বিরুদ্ধে করা মামলা তুললেন রাখি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ