Advertisement
Advertisement
Sourav Ganguly

‘ও ঠিক ফিরে আসবে’, অধিনায়ক রোহিতের পর এবার কোহলির পাশে বোর্ড প্রেসিডেন্টও

জাতীয় নির্বাচকরাও বিরাটের উপর ভরসা হারাননি।

Sourav Ganguly backs under-pressure Virat Kohli | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 14, 2022 11:19 am
  • Updated:July 14, 2022 11:19 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় খারাপ যাচ্ছে। ব্যাটে রান আসছে না। কিন্তু এখনও ভারতীয় ক্রিকেটের কর্তাব্যক্তিদের আস্থা হারাননি বিরাট কোহলি (Virat Kohli)। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আগেই জানিয়ে দিয়েছেন, বিরাটের মতো ক্রিকেটারকে স্রেফ এক-আধ বছর খারাপ খেলার জন্য বাদ দেওয়া যায় না। আজ নয় কাল, ও রানে ফিরবেই। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও সেকথাই বললেন। সৌরভ বললেন, খারাপ সময় সবার যায়। আমি দেখতে পাচ্ছি বিরাট ফর্মে ফিরবে।

টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়কের ফর্ম প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন,”কোহলি নিজেই জানে, ওর নিজের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে পারছে না। আমি দেখতে পাচ্ছি ও ফিরে আসবে এবং ভাল খেলবে। তবে আগের মতো বা আগের থেকেও বেশি সফল হওয়ার রাস্তা বিরাটকেই খুঁজে বার করতে হবে। গত ১২-১৩ বছর ও যেভাবে সফল হয়েছে, সেই সাফল্য শুধু ওই পারবে ফিরে পেতে।”

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত নিয়ে রাজ্যকে সার্টিফিকেট কেন্দ্রীয় মন্ত্রীর, মুখ পুড়ল বিজেপির]

জাতীয় দলের জার্সি গায়ে প্রায় ৩ বছর সেঞ্চুরি নেই কোহলির। সাম্প্রতিক অতীতে খুব স্মরণীয় কোনও ইনিংসও নেই। কপিল দেব, ওয়াসিম জাফর, ভেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তনরা ইতিমধ্যেই তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে সরব হয়েছেন। যদিও তাতে খুব একটা চিন্তিত নন বিসিসিআই (BCCI) সভাপতি। তিনি বলছেন,”সবার সঙ্গে এটা হয়। শচীনের (Sachin Tendulkar) সঙ্গে হয়েছে, আমার সঙ্গে হয়েছে, দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে হয়েছে। আগামী দিনে যারা খেলবে, তাঁদের সঙ্গেও এটা হবে। এগুলো খেলার অঙ্গ। একজন খেলোয়াড় হিসাবে তোমার কাজ শুধু নিজের খেলাটা খেলে যাওয়া।”

Advertisement

[আরও পড়ুন: শিয়ালদহ মেট্রোয় প্রথম সফরের সাক্ষী হওয়ার হিড়িক, কেউ জাগলেন সারারাত, কেউবা ৩টে থেকে লাইনে]

আর শুধু সৌরভ (Sourav Ganguly) কেন, জাতীয় নির্বাচকরাও বিরাটের উপর ভরসা হারাননি। তাঁর ফর্ম যতই খারাপ হোক, আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য বিরাটকে ভাবনায় রাখা হচ্ছে বলেই সূত্রের দাবি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে কোহলি বিশ্রামে যাচ্ছেন। ওই সিরিজের পরই এশিয়া কাপের দল বেছে নেওয়ার কথা। সূত্রের দাবি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে না থাকলেও এশিয়া কাপে কোহলিকে রাখা হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ