Advertisement
Advertisement

Breaking News

Sourav Ganguly

ফেভারিট ভারত! পাকিস্তানকে বিশ্বকাপের দাবিদারদের মধ্যে ধরছেন না সৌরভ

বিশ্বকাপ জয়ের দাবিদার কোন চার দল? কী বলছেন সৌরভ?

Sourav Ganguly has said that India is one of the favourites to win the T20 World Cup | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 22, 2022 8:43 pm
  • Updated:October 22, 2022 9:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপ জয়ের দাবিদারদের মধ্যে পাকিস্তানকে রাখছেন না সদ্যপ্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি বিশ্বকাপের দাবিদার হিসাবে যে চারটি দলকে বেছে নিয়েছেন তার মধ্যে ভারত অন্যতম হলেও পাকিস্তানকে তেমন গুরুত্ব দেননি সদ্য প্রাক্তন বোর্ড সভাপতি। সৌরভের আশা, ২০২১ বিশ্বকাপের ব্যর্থতা ভুলে এবছর ঘুরে দাঁড়াবে টিম ইন্ডিয়া (Team India)।

সৌরভের মতে, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে আগে থেকে ফেভারিট ধরে নেওয়া মুশকিল। তাও ফেভারিট হিসাবে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পিছনে বাজি ধরছেন মহারাজ। অর্থাৎ বিশ্বকাপ (T-20 World Cup) জয়ের দাবিদারদের মধ্যে বাবর আজমদের পাকিস্তানকে ধরছেন না তিনি। সৌরভ বলছেন, ‘‘দেখুন আগে থেকে ওরকম ভাবে বলা মুশকিল। কারণ ম‌্যাচের দিন কে কীরকম খেলছে, সেটাই আসল। তবু যদি বলতে হয়, তাহলে বলব-ভারত, অস্ট্রেলিয়া, ইংল‌্যান্ড আর দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বোলিং বেশ ভাল। ওটা ফ‌্যাক্টর হয়ে যেতে পারে।’’

Advertisement

[আরও পড়ুন: প্রাণে তো আর মারেনি! ৪ বছরের শিশুকন্যার ধর্ষকের সাজা কমাল হাই কোর্ট]

এক বছর আগে মরু শহরে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম‌্যাচেই ভারতীয় দল (Indian Cricket Team) এমন ধাক্কা খেয়েছিল যে, সেসব সামলে আর ঘুরে দাঁড়াতে পারেননি বিরাট কোহলিরা (Virat Kohli)। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যেতে হয়েছিল ভারতীয় দলকে। আবার একটা বিশ্বকাপ। প্রথম ম‌্যাচে রোহিত শর্মাদের সামনে সেই পাকিস্তান। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ‌্যায় পরিষ্কার বলে দিচ্ছেন, আগে কোথায় কী হয়েছে, সে’সব মনে রেখে লাভ নেই। ভারত এবারও ফেভারিট হয়েই নামছে। ভারত-পাক ম্যাচেও তিনি ভারতকেই এগিয়ে রাখছেন।

Advertisement

[আরও পড়ুন: দিল্লিতে ইডির হেফাজতে সায়গল হোসেন, জিজ্ঞাসাবাদের জন্য সময় ৭ দিন]

ইডেনে (Eden Gardens) দাঁড়িয়ে সৌরভ বলছিলেন, ‘‘আগে কী হয়েছে, সেসব নিয়ে আলোচনা করে কী লাভ! ভারত ফেভারিট হিসাবেই নামছে। বিশ্বকাপের লড়াইটা সম্পূর্ণ আলাদা। ওখানে কে কী রকম করছে, সেটাই আসাল। ওই যে টিম ওই দুটো-তিনটে সপ্তাহে ভাল খেলবে, তারাই চ‌্যাম্পিয়ন হয়ে যাবে।’’ কেন রোহিতদের ফেভরিট বাছলেন, সেই ব‌্যাখ‌্যাও করেছেন মহারাজ। সৌরভ বলেন, ‘‘আমাদের টিমে ব‌্যাটিং লাইন আপ খুব ভাল। অস্ট্রেলিয়ার মাঠ বেশ বড়। আমাদের দলে বিগ হিটার অনেক রয়েছে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ