Advertisement
Advertisement

Breaking News

T20 World Cup

বেজে গেল বিশ্বকাপের দামামা! দল ঘোষণা দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের

কারা সুযোগ পেলেন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপের দলে?

South Africa and England named their 15-man squad for the ICC Men's T20 World Cup

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:April 30, 2024 2:12 pm
  • Updated:April 30, 2024 3:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup)। আইসিসি থেকে ১ মে পর্যন্ত দল ঘোষণার সময় বেঁধে দিয়েছে। গত সোমবার নিউজিল্যান্ড তাদের ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে। এবার কুড়ি-কুড়ির বিশ্বযুদ্ধের জন্য নিজেদের দল জানিয়ে দিল সাউথ আফ্রিকা (South Africa) ও ইংল্যান্ড (England)। এক নজরে দেখে নেওয়া যাক কেমন হল তাদের দল?

দক্ষিণ আফ্রিকা দল: আইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েৎজে, কুইন্টন ডি কক, জোর্ন ফরচুন, রেজা হেনড্রিক্স, কেশব মহারাজ, হেনরিক ক্লাসেন, মার্কো জানসেন, ডেভিড মিলার, এনরিখ নখিয়া, কাগিসো রাদাডা, রায়ান রিকেলটন, তাবরেজ শামসি, ত্রিস্তান স্টাবস

Advertisement

অতিরিক্ত: নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিডি।

Advertisement

[আরও পড়ুন: শাহরুখ মন্ত্রেই দুরন্ত কামব্যাক নাইটদের! আইপিএলে নতুন রেকর্ড গড়ে জানালেন বরুণ]

দলের অধিনায়ক হিসেবে থাকছেন আইপিএলে হায়দরাবাদের তারকা আইডেন মার্করাম। বিশ্বকাপে ক্যাপ্টেনের চওড়া ব্যাটের দিকে তাকিয়ে থাকবে সাউথ আফ্রিকা দল। পনেরো জনের মধ্যে ডি কক ও নর্খিয়া দেশের চুক্তি থেকে বাদ পড়েছিলেন। তাঁরাও আছেন বিশ্বকাপের দলে। সাউথ আফ্রিকার টি-২০ লিগে দারুণ পারফরম্যান্সের সুফল পেলেন রিকেলটন ও বার্টম্যান। বিশ্বকাপেই তাঁদের দেশের জার্সিতে অভিষেক হতে পারে। অন্যদিকে চলতি আইপিএলে ভালো ফর্মে আছেন ত্রিস্তান স্টাবস।

ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, মার্ক উড।

ইংল্যান্ড ফিরিয়ে এনেছে তাদের জোরে বোলার ক্রিস জর্ডানকে। নাইট তারকা ফিল সল্ট আর বেঙ্গালুরুর উইল জ্যাকস দুরন্ত ফর্মে আছেন আইপিএলে। দলের অধিনায়ক জস বাটলারও রাজস্থানের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন।

[আরও পড়ুন: কেমন দেখতে বিরাট-অনুষ্কার পুত্র? ‘গোলুমোলু’ অকায়কে দেখার অভিজ্ঞতা জানালেন টিভি তারকা]

এবার বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজে। ইংল্যান্ড গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন। কাপ দেশে রাখার লড়াইয়ে নামবেন তারা। অন্যদিকে এখনও পর্যন্ত কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি প্রোটিয়ারা। এবার সেই বদনাম ঘোচাতে সর্বস্ব দিয়ে ঝাঁপাতে চাইবে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ