Advertisement
Advertisement
IND vs SL

শামি-বুমরাহর দাপটে বেসামাল শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার, প্রথম দিনই চালকের আসনে ভারত

৪৩ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

Sri Lanka scores 86 runs in the first day of 2nd test against India | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 12, 2022 9:27 pm
  • Updated:March 12, 2022 10:09 pm

ভারত: ২৫২/১০ (পন্থ-৩৯, শ্রেয়স-৯২)
শ্রীলঙ্কা: ৮৬/৬ (ম্যাথিউজ-৪৩, বুমরাহ- ১৫/৩, শামি- ১৮/২)
প্রথম দিনের শেষে ১৬৬ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক উইকেট নিয়ে দিনের শুরুতেই ভারতীয় টপ অর্ডারে ধস নামিয়েছিলেন শ্রীলঙ্কার বোলাররা। শ্রেয়স আইয়ার ছাড়া কেউই টিকতে পারেননি ক্রিজে। একটা গোটা দিন ব্যাটিং করতে ব্যর্থ হয় ভারত (Team India)। এমন পরিস্থিতিতে প্রশ্ন জেগেছিল, চিন্নাস্বামীর পিচে তাহলে শ্রীলঙ্কান ব্যাটারদের কী ভেলকি দেখাবেন ভারতীয় বোলাররা? করুণারত্নেদের ইনিংস শুরু হতেই স্পষ্ট হল ছবিটা। জশপ্রীত বুমরাহ ও মহম্মদ শামির পেস ঝড়ে একেবারে নাকানিচোবানি অবস্থা হল শ্রীলঙ্কার। প্রথম দিনের শেষে মাত্র ৮৬ রানেই ৬ উইকেট খোয়ালো সফরকারী দল।

Advertisement

মাত্র ১৪ রানেই শ্রীলঙ্কার তিনটি উইকেট তুলে নেন শামি ও বুমরাহ। অ্যাঞ্জেলো ম্যাথিউজ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন খানিকটা। তাঁর ব্যাট থেকে আসে ৪৩ রান। কিন্তু ওখানেই শেষ। কারও সঙ্গেই পার্টনারশিপ গড়ে ওঠেনি। ফলে প্রথম ইনিংসে রীতিমতো চাপে পড়ে গেলেন করুনারত্নেরা। কোনও অঘটন না ঘটলে দ্বিতীয় দিনে যে শ্রীলঙ্কার ইনিংস খুব বেশি দীর্ঘায়িত হবে না, তা আন্দাজ করাই যায়।

Advertisement

[আরও পড়ুন: গোলের একাধিক সুযোগ হাতছাড়া, সেমিফাইনালের প্রথম লেগে হার এটিকে মোহনবাগানের]

প্রথম টেস্টে লঙ্কাবাহিনীকে এক ইনিংস ও ২২২ রানে হারিয়েছিল ভারত। নতুন নতুন রেকর্ড গড়েছিলেন অশ্বিন, রোহিত শর্মারা (Rohit Sharma)। কিন্তু চিন্নাস্বামীর বোলিং সহায়ক উইকেটে ছন্দ হারালেন রোহিত (১৫)-মায়াঙ্করা (৪)। টপ জিতে ব্যাটিং করে শুরুতেই ব্যর্থ হন দুই ওপেনার। হনুমা বিহারী যাও বা পিচে টিকে থাকার প্রস্তুতি শুরু করেছিলেন, কিন্তু তা দীর্ঘস্থায়ী হল না। ৩১ রানে ফেরেন তিনি। আর বিরাট কোহলি (Virat Kohli) তো আরও একবার হতাশ করলেন। অসহায় ভাবে এলবিডব্লিউ হয়ে একরাশ আক্ষেপ নিয়ে ছাড়লেন মাত্র ২৩ রান করে। রানের খরা কিছুতেই কাটছে না তাঁর। আর ঠিক এই সময়ই ভারতীয় দলে উজ্জ্বলতর হয়ে উঠছেন শ্রেয়স। ৯২ রান করে দলকে আড়াইশোর গণ্ডি পার করান কার্যত একাই। 

আর এবার ম্যাজিক দেখাচ্ছেন ভারতীয় পেসাররা। ফলে প্রথম দিনের শেষেই রোহিত শর্মারাই যে অ্যাডভান্টেজে, তা বললে অত্তুক্তি হবে না।   

[আরও পড়ুন: ট্যাংরার অগ্নিকাণ্ডে প্রবল ধোঁয়ায় অসুস্থ বেশ কয়েকজন, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ