ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি এখন রীতিমতো চর্চায়। চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছে তাঁকে। আর এরই মাঝে কেএল রাহুল ফের উঠে এলেন চর্চায়। যদিও এই কারণটি অবশ্য ক্রিকেটীয় নয়। জানা গিয়েছে, সুনীল শেট্টির সঙ্গে জমি কিনেছেন লোকেশ রাহুল।
সম্পর্কে তাঁরা শ্বশুর-জামাই। জানা গিয়েছে, থানেতে ২৮,৩২৭.৯৫ বর্গ মিটার বা ৭ একর জমি কিনেছেন তাঁরা। সেই জমি কিনতে খরচ হয়েছে ৯.৮৫ কোটি টাকা। জমিটি চলতি বছর মার্চ মাসে কিনেছিলেন তাঁরা। স্ট্যাম্প ডিউটি হিসেবে ৬৮.৯৬ লক্ষ টাকা দিতে হয়েছিল তাঁদের। যদিও শ্বশুর বা জামাই কেউই এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। তাই কী কারণে তাঁরা জমি কিনেছেন, তা জানা যায়নি।
পশ্চিম থানের ঘোড়বন্দর রোডের কাছে ওভালা এলাকায় রয়েছে এই জমিটি। জায়গাটি শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। ঘোড়বন্দর রোডের কাছের এই এলাকাটি মুম্বই, থানে এবং পশ্চিমাঞ্চলের ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অনেকেই মনে করছেন, হয়তো নতুন করে ব্যবসা শুরু করতে চলেছে তাঁরা। আর এই খবরে নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনাও। অনেকেই বলছেন, এর ফলে শ্বশুরের সঙ্গে রাহুলের সম্পর্ক আরও পোক্ত হল।
উল্লেখ্য, রাহুল এবং তাঁর স্ত্রী আথিয়া শেট্টি গত বছর বান্দ্রার পালি হিলের সান্ধু প্যালেসে ৩,৩৫০ বর্গফুট এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। যার দাম ২০ কোটি টাকারও বেশি। তাঁরা যশ অ্যাপার্টমেন্টে চারটি পার্কিং স্লটও পেয়েছিলেন। এই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনার জন্য রাহুল-আথিয়াকে ১.২০ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছিল। এবার শ্বশুরের সঙ্গে যৌথভাবে জমি কিনলেন রাহুল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.