সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে করেছেন কে এল রাহুল (KL Rahul) ও আথিয়া শেট্টি (Athiya Shetty)। তাঁদের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের দেওয়া উপহারের তালিকা ফাঁস হয়েছে মিডিয়ায়। এহেন পরিস্থিতিতে মেয়ের বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন সুনীল শেট্টি (Suniel Shetty)। নবদম্পতির বিয়ের উপহার নিয়ে অযথা জল্পনা করা ঠিক নয় বলেই বার্তা দিলেন তিনি। প্রসঙ্গত, ২৩ জানুয়ারি সুনীল শেট্টির খান্ডালার বাংলোয় সাতপাকে বাঁধা পড়েন রাহুল-আথিয়া। সেই অনুষ্ঠানের পরেই ক্রিকেট ও বলিউড দুনিয়ার বেশ কয়েকজন তারকার দেওয়া উপহারের কথা প্রকাশ্যে এসেছিল।
রাহুল-আথিয়ার বিয়েতে ক্রীড়া ও বিনোদন জগতের একঝাঁক তারকার আমন্ত্রণ ছিল। অতিথিদের তালিকায় ছিলেন সলমন খান, জ্যাকি শ্রফ, অক্ষয় কুমার, অর্জুন কাপুরের মতো বলিউড অভিনেতারা। আমন্ত্রণ জানানো হয় মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি-সহ অন্যান্য ভারতীয় ক্রিকেটারদেরও। বলিউডের অনেকে উপস্থিত থাকলেও ক্রিকেটারদের অধিকাংশই বিয়ের অনুষ্ঠানে যেতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত ছিলেন তাঁরা।
[আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ভারতীয় দলকে তাতালেন ধোনি, শুভমনই ভরসা হার্দিকের]
জানা গিয়েছে, রাহুলকে একটি বিএমডব্লিউ দিয়েছেন বিরাট কোহলি। ২ কোটি ১৭ লক্ষ টাকা দামের এই গাড়ি দিয়েছেন রাহুলের দীর্ঘদিনের বন্ধু প্রাক্তন ভারতীয় অধিনায়ক। ৮০ লক্ষ টাকা দামের একটি কাওয়াসাকি নিনজা বাইক উপহার দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। উপহার দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই বলিউডও। জানা গিয়েছে, একটি বিলাসবহুল অডি দিয়েছেন সলমন খান। যার দাম ১ কোটি ৬৪ লক্ষ টাকা। অপর অভিনেতা জ্যাকি শ্রফ বহুমূল্য ঘড়ি দিয়েছেন রাহুলকে। আথিয়ার দীর্ঘদিনের বন্ধু অর্জুন কাপুর একটি হিরের ব্রেসলেট উপহার দিয়েছেন। এর দাম প্রায় দেড় কোটি টাকা। মেয়ে-জামাইকে ৫০ কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন সুনীল শেট্টি।
তবে নেটদুনিয়ায় এই উপহারের তালিকা ছড়িয়ে পড়ায় বেশ অসন্তুষ্ট তিনি। বৃহস্পতিবার মিডিয়ার উদ্দেশে একটি বিবৃতি দেন সুনীল শেট্টি। তিনি জানিয়েছেন, “উপহার সংক্রান্ত যা কিছু খবর মিডিয়ায় প্রকাশিত হয়েছে, তা একেবারে ভিত্তিহীন। এইভাবে ভুল খবর প্রকাশ করার আগে পরিবারের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল।” অন্যদিকে, বিয়ের পরেই কাজে ব্যস্ত হয়ে পড়বেন নবদম্পতি। ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে নামবেন রাহুল। নিজের ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন আথিয়াও। তাই আপাতত হানিমুনে যাওয়ার পরিকল্পনা নেই নবদম্পতির। আইপিএলের পরে রিসেপশন দেবেন তাঁরা। তারপরেই সম্ভবত হানিমুনে যাবেন রাহুল-আথিয়া।
[আরও পড়ুন: মেলবোর্নে ‘শেষের কবিতা’ লিখলেন সানিয়া, বিদায়বেলায় আবেগে কাঁদলেন টেনিস সুন্দরী]
সব খবরের আপডেট পান সংবাদ প্রতিদিন-এ
Highlights
- ২৩ জানুয়ারি সুনীল শেট্টির খান্ডালার বাংলোয় সাতপাকে বাঁধা পড়েন রাহুল-আথিয়া।
- বলিউডের অনেকে উপস্থিত থাকলেও ক্রিকেটারদের অধিকাংশই বিয়ের অনুষ্ঠানে যেতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত ছিলেন তাঁরা।
- বিয়ের পরেই কাজে ব্যস্ত হয়ে পড়বেন নবদম্পতি। ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে নামবেন রাহুল।