Advertisement
Advertisement
Sunil Gavaskar

‘ওদেরই জিজ্ঞাসা করুন কেন খেলেছে’, রোহিত-বিরাটের শট বাছাই নিয়ে ক্ষুব্ধ গাভাসকর

মাইলস্টোন গড়তে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়েছে, মত গাভাসকরের।

Sunil Gavaskar slams Virat-Rohit's shot selection in WTC Final | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 11, 2023 8:53 pm
  • Updated:June 11, 2023 8:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final) ৪৪৪ রান তাড়া করতে গিয়ে হতশ্রী শট খেলেছেন ভারতীয় ব্যাটাররা। ম্যাচে হারের পর সেই নিয়ে ক্ষোভ উগরে দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। সাফ বললেন, “এমন শট কেন খেলেছে তা নিয়ে আমি কী বলব। ওদেরই জিজ্ঞাসা করা হোক।” প্রসঙ্গত বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা- সকলেই খারাপ ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে উইকেট খুইয়েছেন। ফলে সম্ভাবনা তৈরি করেও টেস্ট জিততে পারেনি ভারত।

চতুর্থ দিনের শেষে ৪৪ রানে ব্যাট করছিলেন কোহলি (Virat Kohli)। পঞ্চম দিনেও বেশ ভাল গতিতেই ইনিংস খেলছিলেন। কিন্তু অর্ধশতরানের দোরগোড়ায় এসে ভুল করে ফেলেন। প্রথম ইনিংসের মতোই অফস্টাম্পের বাইরের বল তাড়া করে ক্যাচ দিয়ে ফিরে যান। একই ভাবে উইকেট খোয়ান অজিঙ্কা রাহানেও (Ajinkya Rahane)। অন্যদিকে, চতুর্থ দিনে অহেতুক রান তুলতে গিয়ে আগ্রাসী শটে উইকেট খোয়ান রোহিত শর্মা (Rohit Sharma) ও চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। এমন শট বাছাই দেখেই বিরক্ত হয়ে পড়েন গাভাসকর।

Advertisement

[আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আবারও হার ভারতের, বিপর্যয়ের নেপথ্যে কোন ৩ কারণ?]

ম্যাচের পরে তিনি বলেন, “অতি সাধারণ, খারাপ একটা শট খেলেছে। সেটা নিয়ে আমাকে প্রশ্ন না করে বরং কোহলিকেই জিজ্ঞাসা করতে হবে। এরকম শট খেললে কি আর সেঞ্চুরি করা যায়? আসলে পুরো ব্যাটিংটাই ছন্নছাড়া। একটা সেশনও টিকতে পারেনি ভারতের এই ব্যাটিং লাইন আপ। এটা একেবারেই মেনে নেওয়া যায় না।”

Advertisement

রোহিত-বিরাটদের আরও একহাত নিয়ে গাভাসকরের মত, আসলে ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলছিলেন ভারতীয় ব্যাটাররা। তিনি বলেন, “রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা- তিন জনেই ব্যক্তিগত রেকর্ড গড়ার মুখে দাঁড়িয়েছিল। খেয়াল করে দেখেছি, রেকর্ড গড়ার কাছাকাছি এসেই খুব খারাপ শট খেলেছে ভারতীয় ক্রিকেটাররা। হাফ সেঞ্চুরি করা খুবই ভাল কিন্তু নিজেদের রেকর্ড গড়তে গিয়ে এইভাবে উইকেট ছুঁড়ে দিতে পারে না তারা।”

[আরও পড়ুন: আরও প্রস্তুতির প্রয়োজন ছিল, ফাইনাল হেরে দাবি দ্রাবিড়ের, ভেন্যু নিয়ে প্রশ্ন তুললেন রোহিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ