BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

মাত্র ১৩ বলে ৫০! ব্যাট হাতে নতুন রেকর্ড গড়লেন কেকেআরের নারিন, দেখুন ভিডিও

Published by: Subhajit Mandal |    Posted: February 17, 2022 10:48 am|    Updated: March 21, 2022 1:14 pm

Sunil Narine scored a 13-ball half-century in the BPL 2022 for Comilla Victorians

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাঁকে রিটেন করায় অনেকেই প্রশ্ন তুলেছেন। বল হাতে নারিন (Sunil Narine) এখন নিজের সেরা সময়ের ছায়ামাত্র। আগের মতো ধার তো নেই-ই, সেই নিয়ন্ত্রণের সঙ্গেও বল করতে পারেন না আজকাল। তা সত্ত্বেও কেন তাঁকে ৭ কোটি খরচ করে রিটেন করা হল? বদলে তো অন্য কাউকেও রিটেন করা যেত। সমর্থকদের সেই প্রশ্নের জবাব নিজেই দিয়ে দিলেন নারিন। তবে বল হাতে নয়, ব্যাট হাতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এক ম্যাচে মাত্র ১৩ বলে হাফ সেঞ্চুরি করে অনবদ্য রেকর্ড গড়ে ফেললেন কেকেআর (KKR) তারকা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (Bangladesh Premeier League) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন নারিন। বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে অসামান্য কৃতিত্বটি করে দেখান ক্যারিবিয়ান সুপারস্টার। কুমিল্লার হয়ে ওপেন করতে গিয়ে একেবারে প্রথম বল থেকেই মারমুখী অবতারে ধরা দেন তিনি। ১৩ বলের ইনিংসে মোট ৫টি চার এবং ৬টি ছক্কা হাঁকান তিনি। মাত্র দুটি ডট বল খেলেন নারিন।

[আরও পড়ুন: শ্রেয়স নাকি কামিন্স, কে হবেন আগামী মরশুমের অধিনায়ক? জানিয়ে দিল কেকেআর]

১৩ বলে ৫০ রানের এই ইনিংসে অনবদ্য রেকর্ডেরও মালিক হয়ে গিয়েছেন নারিন। স্বীকৃত টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের মালিক হয়ে গেলেন তিনি। এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) দখলে। ২০০৭ টি-২০ বিশ্বকাপে মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। নারিন এদিন ১৩ বলে অর্ধশতরান করে যুবরাজের পরেই জায়গা করে নিলেন।

[আরও পড়ুন: ‘জিমি জিমি জিমি, আজা আজা আজা…’, বাপি লাহিড়ীর সুরে মজেছিলেন মারাদোনাও]

বস্তুত, কেকেআরে থেকেই ব্যাটার নারিনের জন্ম। নাইটদের হয়ে ওপেন করা শুরুর পর থেকেই অল-রাউন্ডার হিসাবে বিকশিত হয়েছেন সুনীল। বিপিএলের এই ফর্ম যদি তিনি ধরে রাখতে পারেন, তাহলে আগামী দিনে আইপিএলেও তা উপকারে লাগবে কেকেআরের। যদিও আইপিএলে তাঁকে দিয়ে ওপেন করানো হবে কিনা, সেটা নিয়ে সংশয় আছে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে