Advertisement
Advertisement
Jasprit Bumrah

‘ও আমার পা ভাঙার চেষ্টা করে’, বুমরাহর বিরুদ্ধে ‘বিস্ফোরক অভিযোগ’ সূর্যকুমারের

চলতি আইপিএলে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় এক নম্বরে উঠে এলেন বুমরাহ।

Suryakumar Yadav Hasn't faced Jasprit Bumrah in nets for 2-3 yeras

সূর্যকুমার ও বুমরাহ

Published by: Arpan Das
  • Posted:April 12, 2024 4:41 pm
  • Updated:April 12, 2024 4:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হারের হ্যাটট্রিকের পর টানা দুম্যাচে জয়। চেনা ছন্দেই ফিরছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বৃহস্পতিবার হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) দল দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সে একতরফা হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB)। বোলিংয়ে একাই পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। কিন্তু ম্যাচ জেতার পরেই তাঁর বিরুদ্ধে অদ্ভুত এক ‘অভিযোগ’ আনলেন মুম্বই দলের সতীর্থ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

সদ্য চোট সারিয়ে মুম্বই দলে ফিরেছেন সূর্য। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচেই ‘স্কাই’য়ের ব্যাটিং তাণ্ডবের নমুনা দেখেছেন ক্রিকেট ভক্তরা। মাত্র ১৯ বলে ৫২ রান করেন তিনি। কিন্তু চোটের আতঙ্ক থেকে কি পুরোপুরি মুক্ত হতে পেরেছেন সূর্য? তাঁর দলের এক নম্বর বোলারকেই যে সবচেয়ে বেশি ‘ভয়’ পান তিনি। এমনকী নেটে প্র্যাক্টিসের সময়েও বুমরাহকে এড়িয়ে চলার চেষ্টা করেন ভারতীয় তারকা ব্যাটার।

Advertisement

[আরও পড়ুন: অবসর দুরস্ত, বিশ্বকাপ জয়ের পরিকল্পনা করছেন রোহিত]

কেন এই দূরত্ব দুজনের মধ্যে? সূর্য বলছেন, “গত দু-তিন বছর হল আমি ওর বিরুদ্ধে নেটে ব্যাট করা ছেড়ে দিয়েছি। কারণ আমি সামনে দাঁড়ালেই ও হয় আমার পা ভেঙে দেয়, নয়তো আমার ব্যাট ভাঙে।” ‘বুম বুম বুমরাহ’র সামনে যে কেন অন্যান্য ব্যাটাররা থমকে যান, তা টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটারের কথাতেই পরিষ্কার।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপে খেলবেন কার্তিক! স্টাম্প মাইকে রোহিতের ভাইরাল বক্তব্য ঘিরে তুঙ্গে জল্পনা]

বৃহস্পতিবার বেঙ্গালুরুর ব্যাটাররাও সাক্ষী থাকলেন বুমরাহ ম্যাজিকের। দীনেশ কার্তিকরা প্রথম ইনিংসে ১৯৬ রান তুললেও বুমরাহর কাছে একপ্রকার নীরব হয়েই ছিলেন। মাত্র ২১ রানে ৫ উইকেট তুলে নেন মুম্বই পেসার। সেই সঙ্গে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকাতেও এক নম্বরে উঠে এলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ