Advertisement
Advertisement
Suryakumar Yadav

জাতীয় দলে সরফরাজ, উৎসবের আয়োজন করতে বললেন সূর্য

দেখে নিন সূর্যর পোস্ট।

Suryakumar Yadav was overjoyed after Sarfaraz Khan was picked in the Indian squad । Sangbad Pratidin

সূর্য ও সরফরাজ। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 29, 2024 6:56 pm
  • Updated:January 30, 2024 11:29 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের আয়োজন কর দ্রুত। জাতীয় দলে ডাক পেয়েছো। সবচেয়ে সুখি মানুষ। ভারতীয় দলে সরফরাজ খান ডাক পাওয়ার পরে সোশাল মিডিয়ায় এমনটাই লিখেছেন সূর্যকুমার যাদব।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (India vs England) শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ছিটকে গিয়েছেন কে এল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।


সিরিজের প্রথম ম্যাচে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত। তার মধ্যেই দুই তারকার না থাকা চিন্তা বাড়াবে রোহিত শর্মার।

Advertisement

[আরও পড়ুন: ‘অসুস্থ বাবার জন্য ক্রিকেটও ছাড়তে পারি!’, যোগ্য সন্তানের পরিচয় দিলেন দীপক চাহার]

বিশাখাপত্তনমে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। দলে ডাক পেয়েছেন সরফরাজ খান ও সৌরভ কুমার। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সরফরাজ দারুণ ব্যাটিং করেন। সেঞ্চুরি হাঁকান। ঘটনাক্রমে যেদিন সরফরাজ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, সেদিনই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শতরান পান সরফরাজের ভাইও। রান পাওয়ার ফল পেলেন সরফরাজ। জাতীয় দলের দরজা খুলে গেল তাঁর সামনে।

[আরও পড়ুন: ‘আকাশে চমক’, জকোভিচের সঙ্গে হঠাৎই দেখা স্ট্যালিনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement