Advertisement
Advertisement

Breaking News

T20 World Cup

T20 WC 2021: টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই ছিটকে গিয়েছেন নামী তারকা, কীভাবে সাজছে ওয়েস্ট ইন্ডিজ?

গতবারের চ্য়াম্পিয়নদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলি জেনে নিন।

T20 World Cup 2021: Strengths & Weaknesses of West Indies Cricket Team | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:October 22, 2021 7:08 pm
  • Updated:October 22, 2021 7:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন দল। একমাত্র দল হিসেবে ঝুলিতে রয়েছে দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) জয়ের নজির। হ্যাঁ, কথা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। কুড়ি-বিশের ট্র্যাক রেকর্ড উজ্জ্বল হলেও আমিরশাহীতে বিশ্বকাপ শুরুর আগেই জোর ধাক্কা খেয়েছে ক্যারিবিয়ান। টুর্নামেন্ট শুরুর আগেই গোড়ালিতে চোটের কারণে ছিটকে গিয়েছেন তারকা অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন। তার উপর দু’টি ওয়ার্ম আপ ম্যাচেই লজ্জার হার। পাকিস্তান (Pakistan) ও আফগানিস্তানের সামনে মুখ থুবড়ে পড়েছেন কায়রন পোলার্ডরা। এমন পরিস্থিতিতে কীভাবে দল সাজাবে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)? এই দলের শক্তি বা দুর্বলতাই বা কী? চলুন দেখে নেওয়া যাক।

ওয়েস্ট ইন্ডিজ দল: কায়রন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), আকিল হোসেন, ডোয়েন ব্রাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, সিমরণ হেটমেয়ার, ইভিন লুইস, ওবেড ম্যাকয়, লেন্ডল সিমনস, রবি রামপল, আন্দ্রে রাসেল, ওসেন থমাস, হেডেন ওয়ালস জুনিয়র।

Advertisement

রিজার্ভ: ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, জ্যাসন হোল্ডার ও জি মোটি।

Advertisement

[আরও পড়ুন: ‘অতীত ভুলে যান, বিরাটদের হারাবই,’ টি-২০ বিশ্বকাপে মহারণের আগেই হুঙ্কার বাবর আজমের]

শক্তি: চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টিকে থাকতে ক্যাবিরিয়ান দলের মূল অস্ত্র ব্যাটিং। টপ-অর্ডারে ক্রিস গেইল (Chris Gayle), এভিন লুইস, লেন্ডল সিমনসের মতো তারকা ব্যাটসম্যানটা রয়েছেন। মিডল অর্ডারও বিপক্ষকে রীতিমতো চ্যালেঞ্জ জানানোর মতোই। খোদ অধিনায়ক পোলার্ড তো আছেনই। সঙ্গে থাকছেন রাসেল, ব্রাভোর মতো মারকাটারি ব্যাটসম্যান। ব্যাট হাতে যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তাঁরা। ফিনিশার হিসেবেও পোলার্ডের পারফরম্যান্স প্রশ্নাতীত।

দুর্বলতা: ক্যারিবিয়ানদের যে বিষয়টি সবচেয়ে চিন্তায় রাখছে, তা হল বোলিং বিভাগ। বিদেশের পিচে বর্তমান দলের বোলারদের পারফরম্যান্স একেবারেই প্রশংসনীয় নয়। ডোয়েন ব্রাভো এবং রবি রামপল ছাড়া অন্য কারও উপরই ভরসা করা কঠিন। যদিও ২০১৫ সালের পর বিশ্বকাপেই কামব্য়াক করছেন রামপল। তাই তাঁকেও কতখানি ছন্দে পাওয়া যাবে, বলা কঠিন।

[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে দাবিদার হয়েই নামবে ‘আগ্রাসী’ ইংল্যান্ড, কেমন হল দল?]

প্রত্যাশা: সুপার ১২-তে কঠিন গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ। তবে পোলার্ড, ব্রাভো, গেইলরা ছোট ফরম্যাটের ক্রিকেটে গেম চেঞ্জার। তাছাড়া গতবারের চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি ধরে রাখার লড়াইও করবেন তাঁরা। সব মিলিয়ে বিশ্বকাপে ক্যারিবিয়ানদের বিধ্বংসী ব্যাটিং দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ