Advertisement
Advertisement

T20 World Cup: ফাইনালে উঠে উল্লসিত সতীর্থরা, তবুও কেন শান্ত নিশাম? জবাব দিলেন নিউজিল্যান্ড তারকা

কী বললেন নিশাম?

T20 World Cup: Jimmy Neesham refuses to celebrate despite New Zealand's thrilling win over England । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 11, 2021 6:16 pm
  • Updated:November 11, 2021 9:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম সেমিফাইনাল দেখে একসময় ক্রিকেটভক্তরা ধরেই নিয়েছিলেন ইংল্যান্ডই ফাইনালে যাচ্ছে। তখন কিউয়িদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। এদিকে আস্কিং রেট ক্রমশ বাড়ছে। গ্যালারিতে উপস্থিত নিউজিল্যান্ডের ভক্তরাও টেনশনে। ম্যাচ কি আদৌ জেতা সম্ভব?

জিমি নিশামের (Jimmy Neesham) ব্যাটিং ঝড় নিউজিল্যান্ড ভক্তদের মুখে হাসি ফোটায়। নিশামের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচে ফিরে আসে কিউয়িরা। নিশাম অবশ্য কাজ শেষ করে যেতে পারেননি। আদিল রশিদের বলে মর্গ্যানের হাতে তালুবন্দি হন নিশাম। বাকি কাজ শেষ করেন ড্যারিল মিচেল। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ মানেই টেনশনের স্রোত। ২ বছর আগে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে দুই দলের ফাইনাল ঢলে পড়েছিল সুপার ওভারে। শেষমেশ ইংল্যান্ডের (England) হাতে ওঠে বিশ্বকাপ। হতাশ হতে হয় উইলিয়ামসন-নিশামদের। এবার কিন্তু নিউজিল্যান্ড (New Zealand) সেই হারের প্রতিশোধ নিল মরুশহরে। 

Advertisement

[আরও পড়ুন: বিশ্রামেই বিরাট, বাড়ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা]

১৯-তম ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে কিউয়িদের ফাইনালে পৌঁছে দেন মিচেল। ডাগ আউট বসে থাকা গোটা নিউজিল্যান্ড দল তখন উচ্ছ্বসিত। কিন্তু ব্যতিক্রম নিশাম। ডাগ আউটে তিনি চুপ করে বসে রয়েছেন। উচ্ছ্বাসের লেশমাত্রও নেই। সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। 

Advertisement

 

নিশামকে চুপচাপ থাকতে দেখে অনেকেই বিস্মিত। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কোনও প্রতিক্রিয়াই নেই নিশামের। যাঁকে নিয়ে এত চর্চা, সেই নিশাম টুইট করে নীরবতা ভেঙেছেন। লিখেছেন, ”জব ফিনিশড? আই ডোন্ট থিঙ্ক সো।” নিশামের প্রশ্ন, ”কাজ কি শেষ হয়েছে? আমার তো তা মনে হয় না।”

এর পরে প্রয়াত বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্টের একটি ভিডিও পোস্ট করেন নিশাম। সেখানে দেখা যাচ্ছে, ব্রায়ান্টকে এক সাংবাদিক প্রশ্ন করেছেন, এনবিএ ফাইনালে ২-০-এ এগিয়ে থেকেও কেন আপনার মুখে হাসি নেই। উত্তরে ব্রায়ান্ট বলেন, ”খুশি হওয়ার কারণ কী?” পালটা প্রশ্ন ব্রায়ান্ট ছুঁড়ে দেন প্রশ্নকর্তাকে। সাংবাদিক বলেন, ”আপনারা ২-০-এ এগিয়ে।” ব্রায়ান্টের সপ্রতিভ জবাব, ”কাজ এখনও শেষ হয়নি।” 

 

[আরও পড়ুন: T-20 World Cup: ব্যাটে ঝড় তুললেন মিচেল-নিশাম, ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ