Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup

ICC World Cup 2023: ভারতের মাটিতে বিশ্বজয়ের স্বপ্ন পাকিস্তানের, একনজরে শক্তি-দুর্বলতা, এক্স ফ্যাক্টর বাবর-শাহিন

১৯৯২ সালের পর আর বিশ্বকাপ জেতেনি পাকিস্তান।

Take a look at Pakistan team before ICC World Cup 2023 | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 2, 2023 5:06 pm
  • Updated:October 2, 2023 5:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯২ সালের পর আর বিশ্বকাপ (ICC World Cup) পায়নি পাকিস্তান। তবে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে এসে বেশ আত্মবিশ্বাসী রয়েছে বাবর আজমের (Babar Azam) দল। মেগা টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিল পাকিস্তান (Pakistan)। তবে আশা জাগিয়েও এশিয়া কাপে খারাপ পারফরম্যান্স করেন শাহিন আফ্রিদিরা। ফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান। তবে বড় টুর্নামেন্টে চমকে দেওয়ার প্রবণতা রয়েছে ভারতের প্রতিবেশী দেশটির। ৬ অক্টোবর থেকে বিশ্বকাপ অভিযান শুরু করছে পাকিস্তান। সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের? প্রথম একাদশে কারা খেলতে পারেন? মেগা টুর্নামেন্ট (ICC World Cup 2023) শুরুর আগে একনজরে দেখে নেওয়া যাক বাবর আজমদের শক্তি ও দুর্বলতা।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লা শফিক, মহম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিকার আহমেদ, সলমন আলি আগা, মহম্মদ নওয়াজ, উসামা মির, হ্যারিস রউফ, হাসান আলি, শাহিন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়র।

Advertisement

[আরও পড়ুন: রাজঘাটে ফোন চুরি শান্তনুর!]

শক্তি: ভয় ধরানো পেস আক্রমণেই অন্যদের ভয় দেখাতে পারে পাকিস্তান। শাহিন আফ্রিদি, হ্যারিস রউফের আগুনে গতির মোকাবিলা করতে হবে বিপক্ষের ব্যাটিং লাইন আপের প্রথম দিকের ব্যাটারদের। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ পেসার হাসান আলিও। বোলিংয়ের পাশাপাশি পাক সমর্থকদের আশা জাগাবে অধিনায়ক বাবর আজমের ব্যাটিং। ফখর জামান, ইমাম উল হকের ব্যাটিংয়েও ভরসা রাখবে পাকিস্তান।

Advertisement

দুর্বলতা: ভারতের মতো স্পিন সহায়ক দেশে খেলতে এসেও ভালো স্পিনার নেই পাকিস্তানের। স্পিন বোলিংয়ের একমাত্র বড় নাম শাদাব খান। তবে বেশ কিছুদিন ধরেই ফর্ম হারিয়েছেন তিনি। ফলে টুর্নামেন্টের পরের দিকে শুকনো উইকেটে বিপক্ষকে ধাক্কা দিতে পারবে না পাকিস্তান। এছাড়াও প্রথম তিন ব্যাটার ছাড়া সেভাবে দায়িত্ব নিয়ে রান তুলতে দেখা যায়নি পাক মিডল ও লোয়ার অর্ডারকে। ফলে কোনও ম্যাচে প্রথমদিকে বেশি উইকেট হারিয়ে ফেললে প্রবল চাপে পড়বে পাক ব্যাটিং লাইন আপ। এছাড়াও নাসিম শাহ ছিটকে যাওয়ায় পাক পেস ব্যাটারির ধারও কমেছে। 

এক্স ফ্যাক্টর: শাহিন শাহ আফ্রিদিই পাকিস্তানের তুরুপের তাস। আগুনে গতির পাশাপাশি দুরন্ত সুইং- দুই অস্ত্রেই বিপক্ষের ব্যাটিং লাইন আপে ধস নামাতে পারেন তিনি। বাবর আজম ফর্মে থাকলেও পার্থক্য গড়ে দিতে পারেন।

সম্ভাব্য একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ইফতিকার আহমেদ, আগা সলমন, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, হাসান আলি।

বিশ্বকাপে সম্ভাবনা: দলের পেস ও ব্যাটিং বিভাগের শক্তির উপর ভর করেই টুর্নামেন্টে এগোবে পাকিস্তান। নিজের দিনে বিপক্ষের কাছে ত্রাস হয়ে উঠতে পারেন পাক খেলোয়াড়রা। তবে দল হিসাবে খেলতে না পারলে এশিয়া কাপের মতোই ফাইনালের আগেই থেমে যেতে হতে পারে পাকিস্তানকে।

[আরও পড়ুন: বিশ্বকাপের ৪ দিন আগেই ধাক্কা ভারতের, দল ছেড়ে তড়িঘড়ি মুম্বই ফিরলেন বিরাট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ