সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে বহু প্রতীক্ষিত ভারত-পাক ম্যাচের আগে বাড়তি অক্সিজেন পেয়ে গেল ভারতীয় শিবির। করোনা (Coronavirus) সারিয়ে ড্রেসিংরুমে ফিরলেন টিম ইন্ডিয়ার হেডকোচ রাহুল দ্রাবিড়। সূত্রের খবর, শনিবার রাতেই দুবাই পৌঁছে গিয়েছেন দ্রাবিড় (Rahul Dravid)। রবিবার সন্ধ্যায় যখন বাবর-রোহিতরা মাঠে প্রাণপাত করবেন, তখন ভারতীয় ডাগ-আউটে দেখা যাবে দলের নিয়মিত হেডকোচকে।
Team India Head Coach Rahul Dravid has reached Dubai for Asia Cup 2022 and has joined the team in the hotel after testing negative for COVID-19: Sources
India will take on Pakistan today evening in Asia Cup 2022
(Photo source: BCCI) pic.twitter.com/R4uvIkLwyr
— ANI (@ANI) August 28, 2022
এশিয়া কাপের আগে করোনা আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে আমিরশাহী যেতে পারেননি দ্রাবিড়। তাঁর বদলে কোচ হিসাবে পাঠানো হয়েছিল এনসিএ প্রধান ভিভিএস লক্ষণকে (VVS Laxman)। এই ক’দিন তাঁর অধীনেই অনুশীলন করেছে দল। দ্রাবিড় ফিরতেই লক্ষ্মণকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, রবিবার রাতেই দেশে ফেরার বিমানে উঠে পড়েছেন এনসিএ (NCA) প্রধান। যার অর্থ, দ্রাবিড়ের তৈরি কৌশলেই আজ পাক বধের লক্ষ্যে নামবে ভারত। এত বড় ম্যাচের আগে ড্রেসিংরুমে দ্রাবিড়ের এসে যাওয়াটা ভারতীয় শিবিরের জন্য নিঃসন্দেহে স্বস্তির জায়গা।
[আরও পড়ুন: তৈরি করতে খরচ হয়েছে কোটি কোটি টাকা, কেন ভাঙা হচ্ছে নয়ডার গগনচুম্বী টুইন টাওয়ার?]
যদিও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়ে দিয়েছেন, পাক ম্যাচের রণকৌশল মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। আজ পিচ দেখে দলের চূড়ান্ত প্রথম একাদশ ঠিক করবেন তিনি। রোহিত ইঙ্গিত দিয়ে রেখেছেন, ভারতীয় দলের প্রথম একাদশে চমক থাকতে পারে। শুধু তাই নয়, তাঁর সঙ্গে কে ওপেন করতে আসবেন, সেটা নিয়েও ধোঁয়াশা রেখে দিয়েছেন রোহিত। তবে মোটামুটিভাবে মনে করা হচ্ছে, এদিন অধিনায়ক রোহিতের সঙ্গে কেএল রাহুল বা ঋষভ পন্থ ওপেন করতে আসবেন। তিনে খেলবেন বিরাট। ওপেন না করলে চারে পন্থ (Rishabh Pant)। আর পন্থ ওপেন করলে চারে নামবেন রাহুল। পাঁচে ব্যাট করতে নামবেন সূর্যকুমার যাদব। ছ’য়ে ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ডিয়াকে। সাতে রবীন্দ্র জাদেজার খেলাও নিশ্চিত।
[আরও পড়ুন: রাহুলকে তোপ দেগে দল ছাড়লেন আরও এক প্রাক্তন সাংসদ, রবিবার ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস]
গতকাল শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচে শুরুর দিকে বল সুইং করেছে। আবার স্পিনাররাও সাহায্য পেয়েছেন পিচ থেকে। সেদিকে নজর রেখে এদিন ভারত দুই পেসার এবং দুই স্পিনার নিয়ে নামতে পারে। সেক্ষেত্রে অশ্বিন, চাহাল, ভুবি এবং অর্শদীপ প্রথম একাদশে থাকতে পারেন। তবে তিন পেসার নিয়ে খেললে অশ্বিনের (Ravi Ashwin) জায়গায় আবেশ খানের খেলার সম্ভাবনা আছে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম এখনও প্রথম একাদশ নিয়ে মুখ খোলেননি।