Advertisement
Advertisement

Breaking News

KKR

কাহানি মে টুইস্ট, আইপিএলের আগে স্বস্তিতে নাইটরা, কিন্তু কেন?

জেনে নিন আসল কারণ।

Three Afghan cricketers allow to play IPL । Sangbad Pratidin

মেগা ইভেন্টের আগে স্বস্তিতে কেকেআর শিবির। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 9, 2024 1:04 pm
  • Updated:January 9, 2024 1:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন। তিন আফগান ক্রিকেটারকে আইপিএলে খেলতে দেখা যাবে। বলা ভালো, মেগা ইভেন্টের বল গড়ানোর আগে স্বস্তিতে কলকাতা নাইট রাইডার্স। তিন আফগান ক্রিকেটার — মুজিব উর রহমান (Mujeeb Ur Rahman), নবীন উল হক (Naveen-ul-Haq) এবং ফজলহক ফারুকিকে (Fazalhaq Farooqi) বড় সড় শাস্তি দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Voard)। দেশের হয়ে খেলাকে গুরুত্ব না দিয়ে ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য এই তিন আফগান ক্রিকেটারের উপরে নেমে এসেছিল শাস্তির খাঁড়া। 
২০২৪ সালের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি তাঁদের। আগামী ২ বছর কোনও ধরনের টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পারবেন না তাঁরা। আফগান ক্রিকেট বোর্ড এই ত্রয়ীকে এনওসি দেবে না বলেও স্থির করেছিল। 

[আরও পড়ুন: শামির স্বপ্নপূরণ! রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কার নিয়ে কী বললেন ভারতের তারকা পেসার?]

কিন্তু কাহানি মে টুইস্ট। এই তিন আফগান ক্রিকেটারের উপর থেকে তুলে নেওয়া হল যাবতীয় নিষেধাজ্ঞা। আফগান ক্রিকেট বোর্ডের পরিবর্তিত নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিতে আসতে এখন আর সমস্যা নেই তিন আফগান ক্রিকেটারের। বিদেশের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলতেও পারবেন তাঁরা। আফগান ক্রিকেট সংস্থা তাদের নিয়ম শিথিল করার ফলে মুজিব কেকেআরের হয়ে এবার খেলতে পারবেন। শুধু মুজিব নয়, খেলতে পারবেন নবীন উল হকও। বিতর্কিত আফগান ক্রিকেটার মুজিব লখনউ সুপার জায়ান্টসের প্লেয়ার। গতবারের আইপিএলে খেলার মধ্যেই বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তিনি। তার জের চলে বহুদিন। ফজলহক ফারুকিকে রিটেইন করেছে সানরাইজার্স হায়দরাবাদ। আফগান ক্রিকেট সংস্থার নতুন  নিয়ম অনুযায়ী আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো আর সমস্যায় নেই। আইপিএলের কথা ভেবেই নিয়ম শিথিল করল আফগান ক্রিকেট বোর্ড। 

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির পাশে মহম্মদ শামি, মালদ্বীপ বয়কটের ডাক দিলেন টিম ইন্ডিয়ার পেসার]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ