BREAKING NEWS

১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

পাক ক্রিকেট দলে করোনার থাবা, একসঙ্গে আক্রান্ত তিন ক্রিকেটার

Published by: Subhamay Mandal |    Posted: June 22, 2020 10:37 pm|    Updated: June 22, 2020 10:37 pm

Three Pakistan cricketers test positive for COVID-19

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহিদ আফ্রিদির পর ফের পাক ক্রিকেটে করোনার থাবা। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানিয়েছে, জাতীয় দলের তিন ক্রিকেটার করোনা পজিটিভ। হায়দার আলি, হ্যারিস রাউফ এবং শাদাব খান করোনা আক্রান্ত হয়েছে বলে পিসিবি সূত্রে খবর। এঁদের চেস্ট রিপোর্ট পজিটিভ আসায় আসন্ন ইংল্যান্ড সফরের জন্য তাঁরা অনিশ্চিত হয়ে গেলেন বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, টেস্টের আগে পর্যন্ত করোনার কোনও উপসর্গ ছিল না এই তিন ক্রিকেটারের শরীরে। রবিবার রাওয়ালপিণ্ডিতে এঁদের করোনা টেস্ট হয়। তারপর সোমবার রিপোর্ট আসতেই দেখা যায়, তিন ক্রিকেটারই করোনা পজিটিভ। এর ফলে আগস্টে ইংল্যান্ড সফরে এই তিনজনের যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনজনই ওয়ানডে এবং টি-টোয়েন্টি টিমে দলে রয়েছেন।

[আরও পড়ুন: করোনার জেরে কমছে ম্যাচ! রোজগার কমার আশঙ্কায় প্রথম শ্রেণির ক্রিকেটাররা]

চলতি মাসের শুরুতেই করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় শাহিদ আফ্রিদির। পাকিস্তান ক্রিকেট দলের এই প্রাক্তন তারকা টুইটারে জানিয়েছিলেন তিনি করোনা আক্রান্ত।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে