Advertisement
Advertisement
India vs Pakistan

ভারত-পাক ম্যাচে মাঠ ভরাতেও কমাতে হল টিকিটের দাম! আজব কাণ্ড এশিয়া কাপে

ভারতের উলটো ছবি শ্রীলঙ্কায়।

Ticket of India vs Pakistan match is available in low price | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 1, 2023 12:31 pm
  • Updated:September 1, 2023 3:17 pm

দেবাশিস সেন, ক্যান্ডি: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট নিয়ে হাহাকার। আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) এক লাখ ৩২ হাজার দর্শকাসন রয়েছে। প্রথম পর্বে প্রি-সেল শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে শেষ হয়েছে সব টিকিট। দ্বিতীয় পর্বের টিকিট বিক্রির অপেক্ষায় চাতক পাখির মতো বসে আছেন সমর্থকরা।

অথচ এর ঠিক উলটো ছবি এশিয়া কাপে (Asia Cup)। শনিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে ভারত-পাক মহারণ। অথচ ভারতে টিকিটের যে চাহিদা তার ছিটেফোঁটা নেই দ্বীপরাষ্ট্রে। অনলাইনে কিছু টিকিট বিক্রি হয়েছে বটে। আবার বহু টিকিট থেকে গিয়েছে অবিক্রিত। শেষে ম্যাচের আগের দিন ১১ হাজার টিকিট ছাড়া হয়েছে অফলাইনে। সেটাও বিক্রি হচ্ছে জলের দরে।

Advertisement

[আরও পড়ুন: আদানিদের বিরুদ্ধে নয়া দুর্নীতির অভিযোগ, ‘বিদেশি ষড়যন্ত্র’ পালটা দুর্নীতি সংস্থার]

আসলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল শনিবার স্টেডিয়ামে একটি আসনও ফাঁকা রাখতে চাইছে না। তাই সব টিকিট যাতে বিক্রি হয়, সেটা নিশ্চিত করতে কার্যত অভাবনীয় পদক্ষেপ করতে হচ্ছে আয়োজকদের। এমনিতে ভারত-পাক ম্যাচের টিকিটের দাম ৯৬০০ শ্রীলঙ্কার টাকা। কিন্তু মধ্যবিত্তর নাগালে আনতে সেটা বিক্রি হচ্ছে মাত্র দেড় হাজার শ্রীলঙ্কার টাকায়। ভারত-পাক মহারণের মতো মেগা ম্যাচে এভাবে টিকিটের দাম কমে যাওয়া কার্যত অভাবনীয়।

Advertisement

[আরও পড়ুন: ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’, ‘জওয়ান’-এর রুদ্ধশ্বাস ট্রেলারে রবিনহুড শাহরুখ]

আসলে সার্বিকভাবে শ্রীলঙ্কা ভাল নেই। অর্থনীতি শিকেয়। আমজনতার প্রথম চিন্তা এখন পেট ভরানো। সেই দেশে ৯৬০০ টাকা দিয়ে টিকিট কেটে ভিনদেশী দুই দলের ম্যাচ দেখাটা সাধারণ শ্রীলঙ্কাবাসীর জন্য বিলাসিতা মাত্র। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আশাবাদী এশিয়া কাপ সে দেশের অর্থনীতি খানিকটা হলেও গতি আনবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ