Advertisement
Advertisement

Breaking News

Tom Curran

‘মোটেই কান্নাকাটি করিনি’, বাংলাদেশি রিশাদের দাবি উড়িয়ে শান্তির বার্তা ইংরেজ ক্রিকেটারের

এর আগে ক্ষমা চেয়েছেন রিশাদও।

Tom Curran broke silence over Rishad Hossain claims that he cried like a child
Published by: Arpan Das
  • Posted:May 18, 2025 7:45 pm
  • Updated:May 18, 2025 7:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের অপারেশন সিঁদুরের জেরে বন্ধ হয়ে গিয়েছিল পিএসএল। পাকিস্তান ছেড়েছিলেন বিদেশি ক্রিকেটাররা। রীতিমতো আতঙ্কিত ছিলেন তাঁরা। এমনকী ইংরেজ ক্রিকেটার টম কুরান নাকি কান্নাকাটি করা শুরু করেছিলেন। এমনটাই দাবি করেছিলেন বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন। এখন কুরানের পালটা বক্তব্য, তিনি মোটেই কাঁদেননি।

অপারেশন সিঁদুরে ভেঙে যায় রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামের একাংশ। তারপরই একে-একে পাকিস্তান ছাড়েন বিদেশি ক্রিকেটাররা। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশি ক্রিকেটার রিশাদও। পরে তিনি বলেছিলেন, “দুবাই পৌঁছনোর পর শুনলাম, টেকঅফের ২০ মিনিট পর মিসাইল আঘাত হেনেছে এয়ারপোর্টে।” সেই সঙ্গে তিনি আরও বলেছিলেন, “দুবাই নামার পর ড্যারিল মিচেল আমাকে বলে, আর কখনও পাকিস্তানে আসবে না। অন্তত এমন পরিস্থিতিতে তো নয়ই। টম কুরান প্রথমে শোনে বিমানবন্দর বন্ধ। এরপর শিশুর মতো কাঁদতে দেখা যায় ওকে। এমনকী ওকে সামলাতেই দু-তিনজনকে লাগে।”

এবার সেটার পালটা দিলেন কুরান। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘সব কিছু আবার শুরু হতে দেখে ভালো লাগছে। আমি প্রার্থনা করি শান্তি ফিরে আসুক। ও ভালো কথা, আমি মোটেই কান্নাকাটি করিনি। তবে কেঁদে ফেলতে পারতাম।’ তবে পিএসএল খেলতে আর পাকিস্তানে যাননি লাহোর কালান্দার্সের ক্রিকেটার। প্রায় কোনও বিদেশিই ফেরেননি। এমনকী রিশাদও না। মজার বিষয় হল, কিছুদিন পরেই ক্ষমা চান বাংলাদেশি ক্রিকেটার। ‘ভুল’ ঢাকতে তখন তিনি বলেছিলেন, “আমার মন্তব্য কোথাও একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। সেটার জন্য আমি ক্ষমা চাইছি। ড্যারিল মিচেল ও টম কুরানের কাছেও ক্ষমা চাইছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement