Advertisement
Advertisement
Ram Mandir

রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র হাতে পেলেন বিরাট, সঙ্গে অনুষ্কাও

'রামলালা'র 'প্রাণপ্রতিষ্ঠা' করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Virat Kohli, Anushka Sharma invited for 'Pran Pratistha' ceremony of Ram Mandir in Ayodhya। Sangbad Pratidin

রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণপত্র পেলেন বিরাট-অনুষ্কা। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 16, 2024 8:42 pm
  • Updated:January 16, 2024 8:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar), মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) পর এবার বিরাট কোহলি (Virat Kohli)। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে (Ram Mandir) উদ্বোধন। সেদিন ‘রামলালা’র ‘প্রাণপ্রতিষ্ঠা’ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

দেশের বিভিন্ন ক্ষেত্রে তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এবার সেই তালিকায় উঠে গেল টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা ও বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) নাম। তারকা দম্পতিকে আমন্ত্রণপত্র তুলে দেওয়া হল। সেই ছবি এই সোশাল মিডিয়াতে ভাইরাল।

Advertisement

[আরও পড়ুন: রামমন্দিরই স্বপ্ন! বাবরি ধ্বংসের পর ৩১ বছর খালি পায়ে সাইকেলে দেশভ্রমণ দামোদরজির]

 

Advertisement

শচীন থেকে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), মুকেশ আম্বানি (Mukesh Ambani) থেকে কঙ্গনা রানাউত (Kangana Ranaut), রামমন্দিরের উদ্বোধনে অযোধ্যায় যে চাঁদের হাট বসতে চলেছে, তা বলাই বাহুল্য। যে অনুষ্ঠানে রাজনৈতিক নেতা-নেত্রীর পাশাপাশি হাজির থাকবেন বিনোদন এবং ক্রীড়া জগতের নক্ষত্ররা। ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে অযোধ্যা জুড়ে এখন সাজ সাজ রব।

গত ১৩ জানুয়ারি শচীনের বাড়িতে গিয়ে তাঁকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়। ১৫ তারিখ আমন্ত্রণপত্র পান ধোনি। এবার সেই তালিকায় জুড়ে গেল বিরাট-অনুষ্কার তারকা জুটি। মোদি, যোগীর মতো রাজনৈতিক নেতা, সন্ন্যাসী, ভক্তদের পাশাপাশি ঐতিহাসিক দিনে আমন্ত্রিত বহু বিশিষ্টজন। যাঁদের মধ্যে রয়েছেন নামী খেলোয়াড়, ধনকুবের শিল্পপতি, বলিউডের তারকা, সাংবাদিক, কবিরাও। সেই তালিকায় রয়েছেন ক্রিকেটাররাও।

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধন নয়! ২২ জানুয়ারি মোদির অনুষ্ঠান, তির রাহুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ